আমাদের এই দেশ অনুশীলনীর প্রশ্ন উত্তর-
কবিতাটির মূলভাব:
কবিতাটিতে বাংলাদেশের নানা পরিচয় উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ পূর্ব দিকে অবস্থিত বলে এদেশে অনেক আগে সূর্য ওঠে। যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছেন। বাংলাদেশে রয়েছে অসংখ্য নদ-নদী। ধানের দেশ, গানের দেশ, কবির দেশ ইত্যাদি নানা নামে বাংলাদেশকে ডাকা হয়। মায়ের শেখানো মিষ্টি ভাষা বাংলাকে আমরা অনেক ভালোবাসি।
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
পূর্বদেশ প্রিয় আপন কবি বীর স্বাধীন জন
উত্তর :
পূর্বদেশ – পূর্ব দিকে আছে এমন দেশ।
প্রিয় – পছন্দ করা হয় এমন।
আপন – নিজ।
কবি – যিনি কবিতা লেখেন।
বীর – বলবান ও সাহসী।
স্বাধীন – মুক্ত।
জন – সাধারণ মানুষ।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
আপন কবি পূর্বদেশে বীরের স্বাধীন
উত্তর :
ক) নজরুল আমাদের জাতীয় কবি ।
খ) পূর্বদেশে সূর্য ওঠে।
গ) আমরা স্বাধীন দেশের মানুষ।
ঘ) আমরা সবাই আপন কাজ করি।
ঙ) বাংলাদেশ অনেক বীরের জন্মভ‚মি।
৩. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) সূর্য ওঠার পূর্বদেশ কোনটি?
উত্তর : সূর্য ওঠার পূর্বদেশ বাংলাদেশ।
খ) কোন দেশ নদীর দেশ?
উত্তর : বাংলাদেশ নদীর দেশ।
গ) কে মাতৃভাষা শেখালেন?
উত্তর : মা মাতৃভাষা শেখালেন।
ঘ) মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন?
উত্তর : মা আমাদের সবচেয়ে আপনজন। মায়ের কাছে শেখা ভাষাতেই আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। মায়ের ভাষায় কথা বলতে ও শুনতে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে। তাই মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে।
৪. যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।
সূর্য -য+ (য-রেফ) -কার্য, ধৈর্য
পূর্ব – ব+(ব-রেফ) গর্ব, সর্ব
স্বাধীন -স+ব (ব-ফলা) স্বর, স্বদেশ
মিষ্টি-ষ+ট- কষ্ট, চেষ্টা
জেনে রাখি।
ব্যঞ্জনবর্ণে র যুক্ত হলে তা রেফ চিহ্ন ( র্ ) হয়ে যায়। রেফ পরবর্তী বর্ণের মাথায় বসে।
৫. ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসাই।
ক) আমার প্রিয় ……….। স্বাধীন দেশ/ আপন দেশ
খ) কবির দেশ ……….। বীরের দেশ/ নদীর দেশ
গ) সূর্য ওঠার …………। বাংলাদেশ/ পূর্বদেশ
ঘ) মনের ভাষা ……….। বাংলা ভাষা/ জনের ভাষা
ঙ) মা শেখালেন ………। মাতৃভাষা/ ভালোবাসা
উত্তর :
ক) আমার প্রিয় আপন দেশ ।
খ) কবির দেশ বীরের দেশ ।
গ) সূর্য ওঠার পূর্বদেশ ।
ঘ) মনের ভাষা জনের ভাষা ।
ঙ) মা শেখালেন মাতৃভাষা ।
৬. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।
ক) বাংলাদেশ কত নদীর দেশ?
১. এগারো শত ২. বারো শত
৩. তেরো শত ৪. চৌদ্দ শত
খ) জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন?
১. মিষ্টি বাংলা ভাষা
২. মায়ের মুখের ভাষা
৩. সাধারণ মানুষের ভাষা
৪. মানুষের মনের ভাষা
গ) বাংলা কাদের মাতৃভাষা?
১. সকল দেশবাসীর ২. সকলের মায়ের
৩. সকল কবির ৪. সকল বাঙালির
উত্তর : ক) ৩. তেরো শত; খ) ৩. সাধারণ মানুষের ভাষা; গ) ৪. সকল বাঙালির।
৭. কবিতাটি সবাই মিলে একসঙ্গে জোরে জোরে পড়ি।
উত্তর : বন্ধুরা একসাথে চেষ্টা কর।
৮. কবিতাটি না দেখে লিখি।
উত্তর : পাঠ্য বই থেকে প্রথমে কবির নামসহ কবিতাটি মুখস্থ করে নাও। এরপর না দেখে খাতায় লেখ।
৯. বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য লিখি।
উত্তর : বাংলাদেশ সম্পর্কে দুটি বাক্য
১) বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভ‚মি।
২) বাংলাদেশ একটি স্বাধীন দেশ।