You are currently viewing ৩য় শ্রেণির বাংলা “আমাদের গ্রাম অনুশীলনীর প্রশ্ন উত্তর”

৩য় শ্রেণির বাংলা “আমাদের গ্রাম অনুশীলনীর প্রশ্ন উত্তর”

  • Post author:
  • Post last modified:August 6, 2025
  • Post category:Blog

আমাদের গ্রাম অনুশীলনীর প্রশ্ন উত্তর

কবিতাটির মূলভাব:
কবিতাটিতে বাংলাদেশের গ্রামগুলোর সৌন্দর্য ও গ্রামের মানুষের জীবন যাপন সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়। গ্রামের ঘরগুলো ছোট ছোট। সবাই সেখানে মিলেমিশে বসবাস করে। গ্রামের ছেলেমেয়েরা একসাথে খেলাধুলা করে, পাঠশালায় যায়। আলো, বাতাস দিয়ে গ্রামটি সবাইকে বাঁচিয়ে রাখে। গ্রামে রয়েছে মাঠভরা ধান, জলভরা দিঘি। গাছগাছালি দিয়ে ঘেরা ছোট গ্রামকে সবাই ভালোবাসে।
 বানানগুলো লক্ষ করি
গাঁ, হিংসা, প্রাণ, দিঘি, বাঁশঝাড়, আত্মীয়, কিরণ, পেঁচা, শশী।

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
সেথা পাঠশালা কিরণ আত্মীয় হেন
উত্তর :
সেথা  সেখানে।
পাঠশালা  বিদ্যালয়।
কিরণ  আলো।
আত্মীয়  আপনজন।
হেন  এরূপ। এ রকম।

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
পাঠশালা কিরণে হেন সেথা আত্মীয়
উত্তর :
ক) ছুটিতে আমরা আত্মীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাই।
খ) সেকালে শিশুদের পড়ার পাঠশালা ছিল।
গ) থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
ঘ) এ হেন কাজ করতে নেই।
ঙ) চাঁদের কিরণে চারদিক আলোকিত।

৩. নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখি।
জলভরা
মাঠভরা
ঝিকিমিকি
বাঁশঝাড়
উত্তর :
জলভরা – জলভরা দিঘি টলমল করে।
মাঠভরা – মাঠভরা ফসল দেখে চাষির মন খুশিতে ভরে ওঠে।
ঝিকিমিকি – চাঁদের আলোতে চারদিক ঝিকিমিকি করে।
বাঁশঝাড় – বাঁশঝাড়ে হুতোম পেঁচা ডাকে।

৪. এক শব্দের অনেক অর্থ জেনে নিই।
চাঁদ – চন্দ্র, শশী, সুধাকর।
রবি – সূর্য, দিনমণি, দিবাকর।
বায়ু – বাতাস, হাওয়া, সমির।

৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।
ক) পাড়ার সকল ছেলে একসঙ্গে কী করে?
১. মাছ ধরে ২. বাজারে যায়
৩. বেড়াতে যায় ৪. খেলাধুলা করে
উত্তর : ক) ৪. খেলাধুলা করে

খ) কোন কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখব?
১. একসঙ্গে খেলা করা ২. মারামারি করা
৩. বিদ্যালয়ে যাওয়া ৪. গুরুজনকে ভয় করা
উত্তর : খ) ২. মারামারি করা

গ) গ্রামকে মায়ের সমান বলা হয়েছে কেন?
১. সবাই মিলেমিশে থাকে বলে
২. সবাইকে মায়া-মমতা দেয় বলে
৩. সব গাছ আত্মীয়ের মতো বলে
৪. সবকিছু মিলে গ্রামটি সুন্দর বলে
উত্তর : গ) ২. সবাইকে মায়া-মমতা দেয় বলে।

৬. প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি।
ক) গাঁয়ের ঘরগুলো দেখতে কেমন?
উত্তর : গাঁয়ের ঘরগুলো দেখতে ছোট ছোট।
খ) সেখানে লোকজন কীভাবে থাকে?
উত্তর : সেখানে লোকজন একসাথে মিলেমিশে থাকে।
গ) ছেলেমেয়েরা একসাথে কোথায় যায়?
উত্তর : ছেলেমেয়েরা একসাথে পাঠশালায় যায়।
ঘ) গ্রামের গাছপালা দেখলে কী মনে হয়?
উত্তর : গ্রামের গাছপালা দেখলে মনে হয় ওরা যেন আত্মীয়-স্বজনের মতোই মিলেমিশে আছে।
ঙ) সকালে গাঁয়ে কী কী ঘটে?
উত্তর : সকালে গাঁয়ের পূর্ব দিকে সোনালি রঙের সূর্য ওঠে। পাখিরা ডাকাডাকি করে, বাতাস বইতে থাকে এবং নানা রকমের ফুল ফোটে।

৭. কবিতাটি মুখস্থ বলি ও লিখি।
উত্তর : পাঠ্য বই থেকে কবির নামসহ কবিতাটি মুখস্থ করে নাও। এরপর প্রথমে মুখস্থ বল এবং পরে খাতায় লেখ।

৮. আমার গ্রাম বা শহর সম্পর্কে চারটি বাক্য লিখি।
উত্তর : আমার গ্রাম :
১। আমার গ্রামটির নাম ঘোপাল।
২। গ্রামের পাশ দিয়ে একটি নদী বয়ে গেছে।
৩। আমার গ্রামটি ছবির মতো সুন্দর।
৪। গ্রামের মানুষজন মিলেমিশে থাকে।
আমার শহর :
১। আমার শহরের নাম সিলেট।
২। শহরটি সুরমা নদীর তীরে অবস্থিত।
৩। এই শহরে অনেক যানবাহন চলাচল করে।
৪। শহরের লোকজন সারাদিন খুব ব্যস্ত থাকে।