পাখিদের কথা অনুশীলনীর প্রশ্ন উত্তর
রচনাটির মূলভাব:
আমাদের চারপাশে আমরা নানা ধরনের পাখি দেখতে পাই। এসব পাখির শরীরজুড়ে থাকে বিচিত্র রঙের সমাহার। স্বভাবের দিক থেকে একেক পাখি একেক রকম। কোনো পাখি অস্থির প্রকৃতির, কেউ বা আবার লড়াকু স্বভাবের। এসব পাখির কেউ কেউ সুরেলা কণ্ঠে গান করে। কোনো কোনোটি মানুষের কথা বা অন্যান্য প্রাণীর ডাক নকল করতে পারে। কোনো কোনো পাখি খুব সুন্দর করে বাসা বানাতে পারদর্শী। এ পাখিগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত জরুরি। পাখিরা আমাদের বন্ধু।
বানানগুলো লক্ষ করি
প্রতিবেশী, উঁচু, স্বর, বোকামি, মুগ্ধ, উজ্জ্বল, চমৎকার, পরিচিত, ঝাঁক, ঝুঁটি, জাতীয়, তাঁতি, খঞ্জনা, শঙ্খচিল, শ্যামা।
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
প্রতিবেশী পালক পোঁচ ছোপ ঝুঁটি শখ ঝাঁক তাঁতি
উত্তর :
প্রতিবেশী – পড়শি। কাছাকাছি বসবাস করে যারা।
পালক – পাখির শরীর বা পাখার আবরণ।
পোঁচ – মাখানো, লেপা।
ছোপ – দাগ। রং।
ঝুঁটি – খোঁপা। মাথার ওপরে গোছা করে বাঁধা চুল।
শখ – পছন্দ। আগ্রহ।
ঝাঁক – দল। পাল।
তাঁতি – (কাপড়) বোনে যে।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
প্রতিবেশী শখ তাঁতিরা ঝাঁক ঝুঁটি পালক পোঁচ
উত্তর :
ক) বকের পালক সাদা।
খ) শীলা চাচি আমাদের প্রতিবেশী ।
গ) গরমে মেয়েরা ঝুঁটি করে চুল বাঁধে।
ঘ) সাঁঝের আকাশে অনেক রঙের পোঁচ ।
ঙ) তাঁতিরা খুব সুন্দর শাড়ি বোনে।
চ) বন্ধুদের ছবি জমানো রবির শখ ।
ছ) এক ঝাঁক পাখি উড়ছে।
৩. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) কোন কোন পাখি গান গাইতে পারে?
উত্তর : কোকিল, বুলবুলি, ময়না ও দোয়েল পাখি গান গাইতে পারে।
খ) মানুষের কথা নকল করতে পারে কোন কোন পাখি?
উত্তর : মানুষের কথা নকল করতে পারে ময়না ও টিয়া পাখি।
গ) কোন কোন পাখিকে ছোট পাখি বলা হয়?
উত্তর : বুলবুলি, দোয়েল, টুনটুনি ও বাবুই পাখি আকারে ছোট বলে এদেরকে ছোট পাখি বলা হয়।
ঘ) তাঁতি পাখি কোনটি? এদের তাঁতি পাখি বলা হয় কেন?
উত্তর : বাবুইকে তাঁতি পাখি বলা হয়। বাবুই পাখি সরু সরু আঁশ দিয়ে খুব সুন্দর করে বাসা বানাতে পারে। এই গুণের জন্য বাবুইকে তাঁতি পাখি বলা হয়।
ঙ) আমাদের জাতীয় পাখির নাম কী?
উত্তর : আমাদের জাতীয় পাখির নাম দোয়েল।
চ) কোকিল কোন সময় ডাকে?
উত্তর : কোকিল বসন্তকালে ডাকে।
ছ) টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয় কেন?
উত্তর : টুনটুনি কোথাও স্থির হয়ে বসে না। এরা ছোট ছোট গাছে সারাক্ষণ নেচে বেড়ায়। তাই টুনটুনিকে চঞ্চল পাখি বলা হয়।
৪. যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।
কণ্ঠ গুণ্ঠন, কুণ্ঠা
উজ্জ্বল প্রোজ্জ্বল
লম্বা খাম্বা, কম্বল
ছোট্ট ভুট্টা, খোট্টা
চঞ্চল অঞ্চল, কাঞ্চন
খঞ্জনা অঞ্জন, গঞ্জ
শঙ্খচিল শৃঙ্খলা, ময়ূরপঙ্খী
৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।
ক) গান গাইতে পারে কোন পাখি?
১. বাবুই ২. ময়না
৩. শালিক ৪. টিয়া
উত্তর : ক) ২. ময়না
খ) ঝাঁক বেঁধে চলে কোন সারির পাখিরা?
১. কোকিল, বাবুই, ময়না
২. শালিক, বাবুই, বুলবুলি
৩. কাক, টিয়া, শালিক
৪. মাছরাঙা, টুনটুনি, দোয়েল
উত্তর : খ) ৩. কাক, টিয়া, শালিক
গ) কোন সারির সব শব্দের অর্থ এক?
১. ঝলক, ঝলমল, উজ্জ্বল
২. ঝাঁক, পাল, দল
৩. পালক, ঝলক, নকল
৪. আগ্রহ, দক্ষ, চালাক
উত্তর : গ) ২. ঝাঁক, পাল, দল
ঘ) পাখিদের আমরা রক্ষা করব। কারণÑ
১. পাখিরা আমাদের পরিচিত
২. পাখিরা আমাদের পড়শি
৩. পাখিরা দল বেঁধে চলে
৪. পাখিরা আমাদের উপকার করে
উত্তর : ঘ) ৪. পাখিরা আমাদের উপকার করে।
৬. বাক্যগুলো পড়ি। ঠিক জায়গায় কমা, দাড়ি ও প্রশ্নচিহ্ন বসিয়ে খাতায় লিখি।
ক) আমাদের দেশে আছে কত রকমের পাখি
খ) আর কত যে তাদের নাম
গ) মিষ্টি সুরে গান করে কোকিল ময়না ও দোয়েল
ঘ) রবি আমি অনেক পাখি দেখেছি
ঙ) তুমি কি পাখি দেখেছ
চ) তুমি কী কী পাখি দেখেছ
উত্তর :
ক) আমাদের দেশে আছে কত রকমের পাখি।
খ) আর কত যে তাদের নাম।
গ) মিষ্টি সুরে গান করে কোকিল, ময়না ও দোয়েল।
ঘ) রবি, আমি অনেক পাখি দেখেছি।
ঙ) তুমি কি পাখি দেখেছ?
চ) তুমি কী কী পাখি দেখেছ?
৭. শব্দ আছে পাতায় পাতায়। ঠিক শব্দ খুঁজে বের করি। নিচের খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
উত্তর :
ক) টিয়া সবুজ রঙের পাখি।
খ) নরম সুরে শিস বাজাতে পারে দোয়েল।
গ) মিষ্টি সুরে গান গায় কোকিল, ময়না ও দোয়েল ।
ঘ) মাথার সামনে ঝুঁটি আছে বুলবুলি পাখির।
ঙ) সবচেয়ে ছোট পাখি টুনটুনি ।
চ) বাবুই হচ্ছে শিল্পী পাখি।
৮. শব্দগুলো ভালোভাবে দেখি। এগুলো পাখিদের রং ও গুণের কথা বোঝাচ্ছে। শব্দগুলো দিয়ে বাক্য লিখি।
সবুজ তাঁতি ছোট্ট নরম সুন্দর
উত্তর :
সবুজ আমাদের বিদ্যালয়ের মাঠটি সবুজ ঘাসে ভরা।
তাঁতি বাবুইকে তাঁতি পাখি বলা হয়।
ছোট্ট ছোট্ট পাখি দোয়েল।
নরম বিড়াল নরম বিছানা পছন্দ করে।
সুন্দর টিয়া একটি সুন্দর পাখি।
৯. ছবি দেখি। পাখি সম্পর্কে দুটি করে বাক্য লিখি।
উত্তর :
১) মাছরাঙা একটি সুন্দর পাখি।
২) মাছরাঙার ডানার পালক উজ্জ্বল নীল।
১) দোয়েল আমাদের জাতীয় পাখি।
২) দোয়েল নরম সুরে শিস দেয়।
১) ময়নার গান খুব মিষ্টি।
২) ময়নার দেহের রং কালো।