You are currently viewing ৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৫, আবেদন শুরু ১০ ডিসেম্বর

৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৫, আবেদন শুরু ১০ ডিসেম্বর

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি) গত ২৮ নভেম্বর ২০২৪ তারিখে বিজ্ঞপ্তির মাধ্যমে বহুল প্রতীক্ষিত ৪৭ তম বিসিএস সার্কুলার, ২০২৫ (47 BCS Circular, 2025) প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, ৪৭ তম বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ১০ ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০০ টায় শুরু হয়ে ৩১ ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯ টা পর্যন্ত চলবে। ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

এবারের ৪৭ তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ৩,৪৮৭ জন ও নন-ক্যাডার পদে ২০১ জন জনবল সরকারি চাকরির পদে নিয়োগ দেওয়া হবে।

এক নজরে ৪৭তম বিসিএস সার্কুলার ২০২৫

আবেদন শুরুর তারিখ১০ ডিসেম্বর, ২০২৪ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ৩১ ডিসেম্বর, ২০২৪ (রাত ১১:৫৯ টা)
শূন্য পদের সংখ্যা৩,৬৮৮ টি (ক্যাডার পদে ৩,৪৮৭ জন)
অফিশিয়াল ওয়েবসাইটbpsc.gov.bd
আবেদনের লিংকbpsc.teletalk.com.bd
৪৭ তম বিসিএস সার্কুলার ২০২৫

৪৭ তম বিসিএস সার্কুলার PDF ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন



৪৭ তম বিসিএস পদে নিয়োগ সংখ্যা

  • ক্যাডার পদে: ৩,৪৮৭ জন
  • নন-ক্যাডার পদে: ২০১ জন

৪৭ তম বিসিএস এর বয়সসীমা

১ নভেম্বর, ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে।

BCS Application Form ক্যাটাগরি

ক্যাডার বাছাইয়ের ভিত্তিতে BCS Application Form ৩টি ক্যাটাগরি আছে। যথা:

  • Application Form for General Cadres (সাধারণ ক্যাডারদের জন্য আবেদনপত্র)
  • Application Form for Technical / Professional Cadres (কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য আবেদনপত্র)
  • Application Form for General and Technical/Professional (both) Cadres (সাধারণ এবং কারিগরি/পেশাগত (উভয়) ক্যাডারের জন্য আবেদনপত্র)

৪৭ তম বিসিএস আবেদন প্রক্রিয়া

  • সাইটে প্রবেশ: প্রথমে প্রার্থীকে (bpsc.teletalk.com.bd) এই ওয়েবসাইটে যেতে হবে।
  • আবেদন ফরম পূরণ: BCS Application Form এর ৩টি অংশ রয়েছে। নির্ভুলভাবে সঠিক তথ্য প্রদান করে ফরমটি পূরণ করতে হবে।
  • আবেদন ফি প্রদান: আবেদন ফরম পূরণ করার পর SMS এর মাধ্যমে নির্ধারিত ফি জমাদান সম্পন্ন করতে হবে।
  • প্রবেশপত্র গ্রহণ: সকল কার্যক্রম সম্পন্ন শেষে Admit Card টি ডাউনলোড করে প্রিন্ট করুন।

বিসিএস সার্কুলার সংক্রান্ত প্রশ্ন- উত্তর

৪৭ তম বিসিএস পরীক্ষা কবে?

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা মে মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।

৪৭ তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু কবে?

৪৭ তম বিসিএস পরীক্ষার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া ১০ ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:০০ টায় শুরু হয়ে ৩১ ডিসেম্বর, ২০২৪ রাত ১১:৫৯ টা পর্যন্ত চলবে।

৪৭ তম বিসিএসে পদ সংখ্যা কত?

এবারের ৪৭ তম বিসিএস পরীক্ষায় ক্যাডার পদে ৩,৪৮৭ জন ও নন-ক্যাডার পদে ২০১ জন নিয়োগ দেওয়া হবে।

৪৭ তম বিসিএস এর বয়সসীমা কত?

৪৭ তম বিসিএস এর বয়সসীমা ১ নভেম্বর, ২০২৪ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছর হতে হবে।