You are currently viewing নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে ৪৬৬ টি শূন্য পদে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ (Non Cadre Job Circular 2024) প্রকাশ করা হয়েছে। ২৮ নভেম্বর ৪৭তম বিসিএস সার্কুলার প্রকাশের পরই নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশ করা হয়।

এই নিয়োগ বিজ্ঞপ্তি কোন কোন পদের জন্য- ইঞ্জিনিয়ারিং ইন্সট্রাক্টর পদে ২ জন, উপসহকারী সেটেলমেন্ট অফিসার (কানুনগো) পদে ২৭৮ জন, নটিক্যাল ইন্সট্রাক্টর পদে ২ জন, সহকারী জরিপ অফিসার পদে ২ জন, সহকারী প্রকৌশলী (পুর) / উপজেলা সহকারী প্রকৌশলী পদে ১৮১ জন, শিক্ষক (গণিত) পদে ১ জন প্রার্থী নিয়োগ করা হবে।

একনজরে নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

আবেদন শুরুর তারিখ১৫ ডিসেম্বর, ২০২৪ (দুপুর ১২:০০ টা)
আবেদনের শেষ তারিখ১৬ জানুয়ারি, ২০২৪ (সন্ধ্যা ৬:০০ টা)
শূন্য পদের সংখ্যা৪৬৬ টি
অফিশিয়াল ওয়েবসাইটbpsc.gov.bd
আবেদনের লিংকbpsc.teletalk.com.bd

নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ PDF ডাউনলোড


*টেকনিক্যাল/প্রফেশনাল পদের লিখিত পরীক্ষার নিয়ম

বিষয়নম্বরপাশ নম্বরপরীক্ষার সময়
 বাংলা ৪০বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে ৩০%;

টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ে ৪৫% এবং সামগ্রিকভাবে ৫০%।
 ৪ ঘন্টা
 ইংরেজি ৪০
 সাধারণ জ্ঞান ৪০
 প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয় ৮০
 মোট ২০০

*টেকনিক্যাল/প্রফেশনাল পদের MCQ পরীক্ষার নিয়ম

MCQ পরীক্ষার প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রাপ্ত হবেন, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

বিষয়নম্বরপরীক্ষার সময়
 বাংলা২০ ১ ঘন্টা
 ইংরেজি২০
 সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)২০
 প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়৪০
 মোট১০০

*নন-টেকনিক্যাল পদের লিখিত পরীক্ষার নিয়ম

বিষয়নম্বরপাশ নম্বরপরীক্ষার সময়
 বাংলা ৫০বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতা প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে ৩০%;

সামগ্রিকভাবে পাশ নম্বর ৫০%
 ৪ ঘন্টা
 ইংরেজি ৫০
 সাধারণ জ্ঞান ৪০
গণিত ও মানসিক দক্ষতা ৬০
 মোট ২০০

*নন-টেকনিক্যাল পদের MCQ পরীক্ষার নিয়ম

MCQ পরীক্ষার প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রাপ্ত হবেন, প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

বিষয়নম্বরপরীক্ষার সময়
 বাংলা২৫ ১ ঘন্টা
 ইংরেজি২৫
 সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)২৫
গণিত ও দৈনন্দিন বিজ্ঞান২৫
 মোট১০০


নন ক্যাডার লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন

বিষয়সিলেবাসনম্বর
বাংলারচনা15
সারাংশ/সারমর্ম05
পত্র লিখন05
বঙ্গানুবাদ05
ব্যাকরণ10
ইংরেজিEssay15
Letter05
Comprehension10
Grammar10
সাধারণ জ্ঞানবাংলাদেশ15
আন্তর্জাতিক15
বিজ্ঞান ও প্রযুক্তি10
প্রাসঙ্গিক টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ত্বাত্তিক বিষয়30
ব্যবহারিক/প্রায়োগিক বিষয়50
গণিত ও মানসিক দক্ষতাপাটিগণিত15
বীজগণিত15
জ্যামিতি10
মানসিক দক্ষতা20
নন ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪