বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৪,২০০ টি পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। প্রত্যেক জেলায় আলাদা আলাদা তারিখে নিয়োগের পরীক্ষা শুরু হবে, নিচে জেলাভিত্তিক পরীক্ষার সময়সূচি দেয়া আছে।
*সার্কুলারের তারিখ ও সময়
- প্রকাশের দিন: ২৭ সেপ্টেম্বর, ২০২৪
- আবেদন শুরুর সময়: ০১ অক্টোবর, ২০২৪ তারিখ সকাল ১০:০০ টা থেকে আবেদন করা যাবে
- আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর, ২০২৪ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পুলিশ (Bangladesh Police) |
---|---|
পদের সংখ্যা: | ৪,২০০ জন |
বয়সসীমা: | ১৮-২০ বছর |
শিক্ষাগত যোগ্যতা: | ৮ম/এসএসসি/এইচএসসি/স্নাতক পাশ |
আবেদনের ওয়েবসাইট: | police.teletalk.com.bd/trc |
অফিসিয়াল ওয়েবসাই: | police.gov.bd |
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ।
পদের নাম: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)
পদ সংখ্যা: ৪,২০০ জন। (৩ হাজার ৪০০ জন পুরুষ ও ৮০০ জন নারী)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে ২ দশমিক ৫ ৷
জাতীয়তা: বাংলাদেশের স্থায়ী নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা নয়)।
আবেদনের বয়সসীমা:
বয়সসীমা | বয়সসীমা নির্ধারণের তারিখ |
১৮ হতে ২০ বছর | যে সকল প্রার্থীর বয়স ১৫ অক্টোবর ২০২৪ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। |
আবেদনের বয়সসীমা:
বিবরণ | পুরুষ প্রার্থী | নারী প্রার্থী |
উচ্চতা | সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফিট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি। | সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি। |
বুকের মাপ | ভাবিক ৩১ ইঞ্চি এবং স্ফীত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩১ ইঞ্চি। | ভাবিক ৩১ ইঞ্চি এবং স্ফীত ৩৩ ইঞ্চি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩১ ইঞ্চি। |
ওজন | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে | বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে |
দৃষ্টিশক্তি | ৬/৬ | ৬/৬ |
পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগে আবেদন করার নিয়ম:
আপনি যদি বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে নিচের PDF দেখে নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে http://police.teletalk.com.bd/trc মাধ্যমে আবেদন করুন, আবেদনের লিংক নিচে আবেদন করুন বাটনে ক্লিক করুন
উল্লিখিত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সময় থেকে ৭২ ঘণ্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
মনে রাখা প্রয়ােজন, আবেদন সময় প্রার্থীর একটি রঙ্গিন ছবি এবং একটি স্বাক্ষরের ছবি দরকার হবে। আবেদনের পূর্বে ছবি দুটি সঙ্গে রাখবেন। ছবির মাপ হতে হবে ৩০০ x ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হতে হবে ৩০০ x ৮০ পিক্সেল। ছবির সাইজ হতে হবে অনুর্ধ্ব ১০০ KB এবং স্বাক্ষরের সাইজ হতে হবে অনুর্ধ্ব ৬০ KB।
আবেদন ফি জমা দেওয়ার নিয়ম:
নিচের পদ্ধতিতে Teletalk Pre-paid SIM থেকে মাত্র ০২টি SMS করে আবেদন ফি জমা দিতে পারবেন।
- ১ম SMS: TRC <স্পেস> User ID লিখে 16222 নম্বরে Send করুন।
- ২য় SMS: TRC <স্পেস> Yes <স্পেস> PIN লিখে 16222 নম্বরে Send করুন।
দ্রষ্টব্য: প্রথম SMS পাঠানোর পর ফিরতি SMS এ আপনাকে একটি PIN Number দেওয়া হবে যা দ্বিতীয় SMS এ ব্যবহার করা হবে।
পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড:
পুলিশ কনস্টেবল(টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের বিষয়টি যথা সময়ে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তবে যে সকল প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন তারা প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোন SMS পাবেন না।
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://police.teletalk.com.bd/trc ওয়েবসাইটে এবং প্রার্থীর মােবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধুমাত্র যােগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানাে হবে।
police constable job circular 2024
পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ কোন জেলায় কতজন নিবে:-
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ৪,২০০ টি পদে পুরুষ ও নারী উভয় প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে ঢাকা জেলা থেকে ৩৫১ জন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম জেলা থেকে ২২২ জনকে নেওয়া হবে।
পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা নিয়ম:
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ অনুযায়ী, নিয়ােগ পরীক্ষা হবে ০৭ ধাপে ধাপ গুলো হলােঃ
1. প্রিলিমিনারি স্ক্রিনিং।
2. শারীরিক মাপ এবং ধৈর্য পরীক্ষা।
3. লিখিত পরীক্ষা।
4. মৌখিক পরীক্ষা।
5. প্রাথমিক নির্বাচন।
6. পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা।
7. এবং নিয়োগ প্রদান করা।
police constable job circular 2024
পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য যে সকল কাগজ প্রয়োজন পরবে:
ট্রেইনি রিস্ফুট কনস্টেবল চাকরির নিয়োগে প্রিলিমিনারি স্ক্রিনিং-এর মাধ্যমে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখ ও সময়ে নিজ জেলাস্থ পুলিশ লাইনস্ (যে জেলার স্থায়ী বাসিন্দা)-এ নিম্নবর্ণিত কাগজপত্রাদিসহ উপস্থিত থাকতে হবে:
- Admit Card for Physical Endurance Test: Admit Card for Physical Endurance Test-এর ডাউনলোডকৃত প্রিন্ট কপি (২ কপি)।
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/সাময়িক সনদপত্রের মূল কপি।
- চারিত্রিক সনদপত্র।
- নাগরিকত্বের সনদপত্র।
- অভিভাবকের সম্মতিপত্র (পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী)।
- প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের মূল কপি।
- ছবি: সরকারি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ (তিন) কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- মুক্তিযোদ্ধার সন্তান/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রমাণক সনদপত্র।
- মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রত্যয়নপত্র।
- পুলিশ পোষ্য কোটা সনদপত্র।
- আনসার ও ভিডিপি কোটা সনদপত্র।
- এতিম কোটা সনদপত্র।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা সনদপত্র।
- চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র।
সকল সনদপত্রের ফটোকপি, ছবি ও অন্যান্য কাগজপত্র (যদি থাকে) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম, পদবিসহ সীল ও স্বাক্ষর থাকতে হবে।
পরীক্ষার সময়-সূচি:
police constable job circular 2024
পুলিশ কনস্টেবলের বেতন কত?
দ্রষ্টব্য: এই বেস বেতন প্রকৃত বেতন নয়। প্রকৃত বেতনের মধ্যে এই মৌলিক স্কেল ছাড়াও 40-60% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত রয়েছে।
একজন পুলিশ কনস্টেবলের মাসিক বেতন:
- একজন পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) বেতন ১১,০০০ টাকা।
- একজন পুলিশ অফিসার-ইন-চার্জের (ওসি) বেতন ২২,০০০ টাকা।
- একজন পুলিশ সার্জেন্টের বেতন ১৬,০০০ টাকা।
সতর্কতা:
পুলিশ কনস্টেবল চাকরি পাওয়ার জন্য কোন প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি আপনি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়ার জন্য কারো সাথে আর্থিক লেনদেন করেন এর জন্য আমাদের ওয়েবসাইট https://jobsnoticebd.com বা বাংলাদেশ পুলিশ এর জন্য কোন দায়ভার গ্রহণ করবে না ।
পরামর্শ:
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন। আমরা বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল ( টিআরসি) চাকরির সম্পর্কিত সকল আপডেট খবর এই ক্যাটাগরিতে সংযুক্ত করি।
আরও দেখুন:
Follow Us
See More:
- Blog (6)
- How To.. (25)
- ই-পাসপোর্ট (1)
- জন্ম নিবন্ধন (4)
- চাকরি (7)
- বেসরকারি চাকরি (1)
- সরকারি চাকরি (7)
- জাতীয় বিশ্ববিদ্যালয় (4)
- পিডিএফ বই (11)
- ১ম – ৮ম শ্রেণি (3)
- ভর্তি সংক্রান্ত (5)
- কলেজ ভর্তি (1)
- বিশ্ববিদ্যালয় ভর্তি (3)
- শিক্ষা (11)
- স্কিল শেয়ার (12)
- ডিজিটাল মার্কেটিং (10)