ই-পাসপোর্টের বর্তমান অবস্থা কিভাবে যাচাই করবেন 2024 : ই-পাসপোর্টের একটি অন্যতম সুবিধা হলো অনলাইনে সহজেই পাসপোর্টের বর্তমান অবস্থা চেক করা যায়। আগে পাসপোর্টের জন্য আবেদন করার পর তার আবেদনের বর্তমান অবস্থা সহজে জানা যেত না। আর এই বিষয়টি এখন আরো সহজ করে দিয়েছে ই-পাসপোর্ট। আপনি যদি নিজেই নিজের ই-পাসপোর্টের আবেদন করে থাকেন, তাহলে আপনি খুব সহজেই আপনার ই-পাসপোর্টের বর্তমান অবস্থা জানতে পারবেন।
আগে পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য পাসপোর্ট অফিসে বার বার খোঁজ নিতে হত। বিভিন্ন মাধ্যম বা দালাল ধরে অনেক অর্থ খরচ করে পাসপোর্ট করতে হতো। এতে সময়ের অপচয় সহ অন্যন্য ভোগান্তি সহ্য করতে হতো।
ই-পাসপোর্ট চালু হওয়ার ফলে জনসাধারণ খুব সহজেই ই-পাসপোর্টের জন্য আবেদন ও বর্তমান অবস্থা চেক করতে পারে। ই-পাসপোর্টের বর্তমান অবস্থা আপনি স্মার্ট ফোন দিয়ে খুব সহজেই চেক করতে পারবেন।
ই-পাসপোর্টের বর্তমান অবস্থা
1. ই-পাসপোর্ট ওয়েবসাইট ভিজিট করুন
ই-পাসপোর্টের বর্তমান অবস্থা জানার জন্য প্রথমে “https://www.epassport.gov.bd/” ওয়েবসাইটে প্রবেশ করুন। মেন্যু থেকে CHECK STATUS অপশনে ক্লিক করুন।
2. Registration ID এবং জন্ম তারিখ দিন
ই-পাসপোর্ট আবেদনের Online Registration ID দিন এবং আপনার জন্ম তারিখ বাছাই করুন। অনলাইনে আবেদন করার পর আপনাকে ২টি প্রিন্ট কপি দেয়া হয়েছে। ২টি কাগজেই OID দিয়ে একটি অনলাইন রেজিস্ট্রেশন আইডি আছে। OID1234567870 এই রকম নম্বরটি হবে, Application ID টি লিখুন।
3. Captcha পূরণ করে
I am human লেখা আগে টিক দিন এবং Check বাটনে ক্লিক করে আপনার ই পাসপোর্ট আবেদনের বর্তমান অবস্থা যাচাই করুন।
ই-পাসপোর্টের বর্তমান অবস্থা কিভাবে যাচাই করবেন 2024
SMS এর মাধ্যমে যেভাবে পাসপোর্ট চেক করবেন
এসএমএসের মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা তা পরীক্ষা করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে START <space> EPP <space> Application ID Number টাইপ করুন এবং 16445 নম্বরে পাঠান।
ফিরতি এসএমএসে পাসপোর্ট অধিদপ্তর থেকে আপনার ই-পাসপোর্ট সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হবে।
ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কিভাবে পাসপোর্ট চেক করবেন?
কোনো কারণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে অ্যাপয়েন্টমেন্ট কপি, এনআইডির কপি, আপনার ডেলিভারি স্লিপের ফটোকপি (যদি সম্ভব হয়) এবং জিডি কপি পাসপোর্ট অফিসে জমা দিতে হবে, তার পরে একটি নতুন ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে।
কিভাবে বুঝবেন পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিনা?
আপনি যদি দেখেন – আপনার স্ট্যাটাসে Delivered লিখা হয়েছে তাহলে ধরে নিন আপনার পাসপোর্ট স্থানীয় অফিসে পৌঁছে দেওয়া হয়েছে
আরও দেখুন:
Follow Us
See More:
- Blog (6)
- How To.. (25)
- ই-পাসপোর্ট (1)
- জন্ম নিবন্ধন (4)
- চাকরি (7)
- বেসরকারি চাকরি (1)
- সরকারি চাকরি (7)
- জাতীয় বিশ্ববিদ্যালয় (4)
- পিডিএফ বই (11)
- ১ম – ৮ম শ্রেণি (3)
- ভর্তি সংক্রান্ত (5)
- কলেজ ভর্তি (1)
- বিশ্ববিদ্যালয় ভর্তি (3)
- শিক্ষা (11)
- স্কিল শেয়ার (12)
- ডিজিটাল মার্কেটিং (10)