You are currently viewing দ্রুত ইংরেজি শেখার জন্য ১০টি সহজ উপায়

দ্রুত ইংরেজি শেখার জন্য ১০টি সহজ উপায়

  • Post author:
  • Post last modified:December 22, 2024
  • Post category:Blog / How To..

ইংরেজি এমন একটি বিষয় যা আমরা অনেক ভয় পাই। কিভাবে আমরা ইংরেজি শিখবো? কিভাবে শুরু করবো? কোথা থেকে ইংরেজি ভালো শিখতে পারা যায়?- এই নিয়ে যতসব দুশ্চিন্তা!
ইংরেজি শেখা বেশ সহজ এবং মজার কারণ ইংরেজি শেখার জন্য অনলাইনে এখন প্রচুর বই ও প্লাটফর্ম রয়েছে। তাছাড়া আপনার ইচ্ছাশক্তি থাকলে আপনি ৫-৬ মাসের মধ্যে খুব ভাল ইংরেজি বলতে এবং লিখতে পারবেন। আজকে আপনাদের জানাবো ইংরেজি শেখার জন্য ১০টি সহজ উপায়!

ইংরেজির যেসব বিষয়ে পারদর্শী হতে হয়:

  • Spoken English (স্পোকেন ইংলিশ)
  • Writing English (রাইটিং ইংলিশ)
  • Listening English (লিসেনিং ইংলিশ)
  • Reading English (রিডিং ইংলিশ)

দ্রুত ইংরেজি শেখার জন্য ১০টি সহজ উপায়

১. ইংরেজি পড়ার অভ্যাস করুন

পড়তে হবে প্রচুর!
আপনি ইংরেজিতে যা পাবেন তাই পড়ুন সেটা হতে পারে গল্পের বই, ইংরেজি পত্রিকা, ব্লগ বা সামাজিক মিডিয়া টাইপ আর্টিকেল। এছাড়া লাইব্রেরীতে অনেক ভোকাবুলারি বই পাওয়া যায়। প্রতিদিন পড়ুন আর নতুন শব্দ জানুন। এছাড়াও, আপনি পূর্বে পরিচিত অনেক ভোকাবুলারি পাবেন যা পুনরায় প্রাকটিস হয়ে যাবে। আপনি যতো বেশি পড়বেন ততো বেশি আপনার রিডিং স্কিল বাড়বে।
বলা হয়- ‘We learn to write best by reading’.

২. ইংরেজি ভোকাবুলারি নোট করা

ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য প্রচুর ভোকাবুলারি জানা একটি পূর্বশর্ত। এজন্য আমাদের নিয়মিত ভোকাবুলারি পড়তে হবে। যদিও অনেকের কাছে এই বিষয়টা বোরিং কিন্তু তারপরও প্রতিদিন ১ ঘন্টা ভোকাবুলারি পড়া উচিত। আর মুখস্থ করার সাথে সাথে নোট করে রাখুন। তখন দেখবেন ধীরে ধীরে মজার অভ্যাসে পরিণত হয়ে যাবে।

অনলাইন থেকে অনেক ভোকাবুলারি এর পিডিএফ পাওয়া যায়। আপনি চাইলে মুনজেরিন শহীদ এর সবার জন্য Vocabulary বইটি পড়তে পারেন।

অনেকেই হয়তো বলবেন মোবাইলে ডিকশনারি ব্যবহারই যথেষ্ট, কাগজে লেখার দরকার কী? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমরা বর্তমানে মোবাইল ফোনে এতো বেশি আসক্ত যে ডিকশনারি ব্যবহার করার জন্য মোবাইল চালু করলেও কিছুক্ষন পর আমরা ফেসবুক বা অন্য কোনো সাইটে চলে যাই। যার কারণে পড়া আর সম্ভব হয় না।

৩. ইংরেজিতে কথা বলার প্রাকটিস করা

ইংরেজিতে কথা বলার সবচেয়ে Effective পদ্ধতি হচ্ছে কাউকে অনুসরণ না করে অনুকরণ করা! আরও স্পষ্ট করে বললে বলতে হবে যে কারও নকল করা!
আপনার পরিচিত যেই মানুষটির ইংরেজিতে সবচেয়ে ভালো কথা বলে, আপনি তাকেই নিয়মিত অনুসরণ করুন এবং পরবর্তীতে বাসায় বসে একা একা তাকে অনুকরণ করে বলার চেষ্টা করুন। আর অবশ্যই তার সাথে ইংলিশে সকল বিষয় শেয়ার করুন। নতুন নতুন টপিক নিয়ে কথা বলুন।

ইংরেজিতে কথা বলার আরেকটি প্রাকটিস হচ্ছে নিজের সাথে কথা বলা! আয়নার সামনে দাঁড়ান এবং ‘যেকোনো’ বিষয়ে নিজের সাথে কথা বলুন।

আপনি যতো বেশি নিজের ও অন্যের সাথে ইংরেজিতে কথা বলবেন ততো বেশি আপনার স্পিকিং স্কিল বাড়বে।

৪. নিয়মিত লেখার অভ্যাস গড়া

ইংরেজি শেখার আরেকটি সহজ উপায় হচ্ছে নিজের পছন্দের সবকিছু লিখুন ইংরেজিতে! সেটা হোক ফেসবুক থেকে শুরু করে অ্যাসাইনমেন্ট, বিভিন্ন বিষয়ের উপর কনটেন্ট লিখা ইত্যাদি।

ফেসবুক থেকে কিভাবে আবার ইংরেজি শিখবো! শুনে অনেকে অবাক হতে পারেন। আপনার ফেসবুক স্ট্যাটাস ও ছবির ক্যাপশনগুলো ইংরেজিতে লেখার মাধ্যমে অনেক sentence জানা যায়।

এছাড়াও, আপনি একটি ছোট গল্পবা আপনার যে বিষয় নিয়ে বেশি জানেন এমন কিছু লিখে তা ফেসবুক স্ট্যাটাস হিসাবে বা অনেক অনলাইন পোর্টালে (যেমন: Studypool) পাবলিশ করতে আয় করতে পারেন।

বন্ধু বা Google থেকে Copy না করে নিজেই অ্যাসাইনমেন্ট লিখতে চেষ্টা করুন। নিজে নিয়মিত লিখলে ভয় তো দূর হবেই, সেই সাথে রাইটিং স্কিল বাড়বে।

৫. ইংরেজি গ্রামার আয়ত্ত করা

ইংরেজি শেখার জন্য আপনাকে রিডিং, রাইটিং এর সাথে সাথে ইংরেজি গ্রামারও জানতে হবে! Sentence গঠনে গ্রামার আপনাকে সাহায্য করবে।

প্যাটার্ন খোঁজা!
আপনি যদি শুধুমাত্র গ্রামার নিয়ম মুখস্ত করেন তবে আপনি কখনই ইংরেজি শিখতে পারবেন না। ইংরেজি গ্রামার থেকে প্যাটার্ন খুঁজুন। গ্রামারের নিয়ম ভুলে গেলেও প্যাটার্ন মাথায় থেকে যায়। আমরা জন্মের পরও বাংলা ভাষাটা এভাবেই প্যাটার্ন থেকে শিখেছি।

Part of speech আত্মস্থ করা!
গ্রামার শেখার সময় আপনাকে Part of speech খুব ভালোভাবে জানতে হবে। বিশেষ করে Tense ভালোভাবে শিখতে হবে এবং Tense রিলেটেড গ্রামার (যেমন Verb, Person ইত্যাদি) প্রাকটিস করতে হবে।

Saifur’s Passport to Grammar বইটি পড়ে আপনি খুব সহজে গ্রামার শিখতে পারবেন। কারণ কথায় আছে, যত Rules তত ভুল!

৬. দেখতে দেখতে ইংরেজি শেখা!

ইংরেজি মুভি, টিভি সিরিজ দেখা!

সিনেমা দেখতে কে না ভালোবাসে? আমরা প্রায় সবাই সিনেমা, টিভি সিরিজ দেখি। আর এসব সিনেমা, টিভি সিরিজ দেখে যদি আমরা ইংরেজি শিখি, তাহলে তো আরও মজার হয় তাই না!
আর সিনেমা এমন একটি বিষয় যা দেখে আমরা কখনো-ই বিরক্ত হই না।

সেজন্য আমাদের ইংরেজি ভাষায় বা ইংরেজি সাবটাইটেল সহ সিনেমা দেখা উচিত।
আমরা শুধু ইংরেজি সিনেমা দেখে ইংরেজি শিখব না। তা ছাড়া কখন কোন শব্দের উচ্চারণ কোন ধরনের এক্সপ্রেশনে হবে তাও জানা যায়।

তাই আপনারা যারা সহজে ইংরেজি শিখতে চান, যখনই সময় পাবেন ইংরেজি সিনেমা এবং টিভি সিরিজ দেখুন।

দেখুন, শিখুন – আয় করুন!

এখন অনলাইনে অনেকে Freelancing করে থাকেন। এর জন্য অবশ্যই সবাই কোর্স করে থাকেন। এখন কোর্সটি যদি ইংরেজিতে হয় তাহলে আপনি কোর্স শেখার সাথে সাথে ইংরেজিও শিখতে পারবেন।
যা পরবর্তীতে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেও সুবিধা হবে।

আপনি যতো বেশি ইংরেজি ভিডিও দেখবেন ততো বেশি আপনার লিসেনিং স্কিল বাড়বে।

৭. ইংরেজি পত্রিকা পড়া

ইংরেজি শেখার আরেকটি সহজ উপায় হচ্ছে নিয়মিত ইংরেজি পত্রিকা পড়া। কিন্তু প্রথমেই ইংরেজি পত্রিকার সব পৃষ্ঠা পড়ার চেষ্টা করবেন না। শুধু আপনার পছন্দের পৃষ্ঠার লেখা আর্টিকেল পরুন। এতে করে আপনার ইংরেজি শেখায় বিরক্ত হবে না নিশ্চিত!

ফ্রি হ্যান্ডে বাক্য লেখা তখন অনেক সহজ হবে। সংবাদপত্রের হেডলাইন পড়েও অনেক গ্রামার শেখা যায়। একটি বাক্যে কোন শব্দ কেন, কোথায় এবং কী অর্থে ব্যবহৃত হয় তা বুঝতে পারা যায়।

আর এখন তো মোবাইলেও ইংরেজি পত্রিকা পড়া যায়!
পত্রিকা পড়তে পড়তে অনেক সময় অজানা ওয়ার্ড সামনে আসবে। সেই ওয়ার্ড প্রয়োজনে কপি করে মোবাইল ডিকশনারিতে অর্থ বের করে সহজেই জানা হয়ে যাবে।

এভাবে আপনি যতো বেশি ইংরেজি পত্রিকা পড়বেন ততো বেশি আপনার রিডিং স্কিল বাড়বে।

দ্রুত ইংরেজি শেখার জন্য ১০টি সহজ উপায়

৮. গল্পে গল্পে ইংরেজি শেখা!

ইংরেজি গ্রামার অনেকের কাছে আতঙ্কের ব্যাপার!
অনেকের মনে হতে পারে, গল্পে গল্পে ইংরেজি শেখা যায় কীভাবে? ইংরেজি গ্রামার শেখার সহজ উপায় কিন্তু কম নয়। তার মধ্যে গল্পের মাধ্যমে ইংরেজি শেখার সহজ উপায়গুলো খুবই ভালো।

চলুন একটা গল্প দেখা যাক-
রাসেল Biryani, Chicken, Beef খেতে পছন্দ করেন। কিন্তু এর জন্য অনেক Money প্রয়োজন। তার বন্ধু তাকে Poverty দূর করতে ও উন্নতির জন্য Politics করার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে Research করে তিনি তার Wife কে News টি জানালে তার বউ Anger হয়ে ঘরের Equipment ও Furniture ভেঙ্গে ফেলে।

এরকম গল্পের মাঝে মাঝে ইংলিশ ওয়ার্ড বলার সাথে সাথে ইংরেজিতে কথা বলার প্রাকটিস অনেক ভালো হয়।

এভাবে আপনি যতো বেশি ইংরেজি গল্প পড়বেন ততো বেশি আপনার স্পিকিং স্কিল বাড়বে।

৯. Structure-এ ফোকাস করুন

একটি ইংরেজি Sentence গঠন করতে হলে Structure ভালো জানতে হয়।
একটি বাক্য তৈরি করতে প্রয়োজন – Subject + Verb + Object.

আপনার বাক্যের Structure যত ভালো হবে আপনার এক্সপ্রেস করার ক্ষমতাও ততো বেশি হবে। বিশেষ করে Tense এর সবগুলো Structure আপনাকে আয়ত্ত রাখতে হবে।

এভাবে আপনি যতো বেশি ইংরেজি গ্রামারের Structure জানবেন ততো বেশি আপনার রাইটিং স্কিল বাড়বে।

১০. নিয়মিত অনুশীলন করা

ইংরেজিতে প্রবাদ আছে- “Practice makes a man perfect.” অর্থাৎ অনুশীলন একজন মানুষকে যোগ্য করে তোলে।

ইংরেজি সহ যেকোনো বিষয় শিখতে হলে আমাদের প্রচুর অনুশীলন করতে হবে। আমরা যদি একটি বিষয় একদিন পড়ি এবং সাত দিন পড়ি না। তাহলে এটা নিশ্চিত যে আমরা ভুলে যাব!

তাই আপনি যদি আপনার মস্তিষ্কে কোনো বিষয় ধরে রাখতে চান তবে আপনাকে অবশ্যই সেই বিষয় নিয়মিত অনুশীলন করতে হবে।

অতএব, আমরা যারা ইংরেজি শিখতে চাই তাদের অবশ্যই প্রতিদিন নিয়মিত পড়া গ্রামার, ভোকাবুলারি ইত্যাদি লেখার অভ্যাস করতে হবে।

এছাড়াও আরো অনেক সহজ উপায় আছে যার মাধ্যমেও দ্রুত ইংরেজি শেখা যায়।

ইংরেজি শিখে কি হবে – কেন শিখবেন?

আপনি যদি ইংরেজি ভাষা জানেন তবে আপনি খুব সহজে সব জায়গায় সবার সাথে কমিউনিকেট করতে পারেন। কারণ, বিশ্বের অধিকাংশ দেশেই অন্যান্য ভাষার তুলনায় ইংরেজি বেশি ব্যবহৃত হয়।

  • বিশ্বব্যাপী ক্যারিয়ার গড়া যায়
  • ফ্রিল্যান্সিং জগতে ক্যারিয়ার করা যায়
  • বিদেশে উচ্চ শিক্ষার জন্য IELTS জানা দরকার
  • বিনোদনের জন্য ইংলিশ জানা দরকার
  • চাকরির (Remote Job) প্রতিযোগিতায় এগিয়ে রাখার জন্য
  • বিদেশে ভ্রমণ সহজ করতে
  • নিজেকে বিশ্বব্যাপী প্রকাশ করতে

এখনো কি ইংরেজি শিখবেন না? অবশ্যই ইংরেজি শেখার চেষ্টা করুন। কেন শিখতে হবে তার উত্তর পেয়ে গেলেন। তাই না?