You are currently viewing বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫: ভর্তি পরীক্ষার নিয়ম — BUET Admission

বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫: ভর্তি পরীক্ষার নিয়ম — BUET Admission

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিজস্ব ওয়েবসাইটে (buet.ac.bd) ভর্তি পরীক্ষা ২০২৫ সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত করেছে। আজকের পোস্টে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (BUET Admission Circular 2025), বুয়েটের ভর্তি পরীক্ষার নিয়ম, বুয়েটে ভর্তির যোগ্যতা, বুয়েটে আবেদন প্রক্রিয়া, বুয়েটে ভর্তি ফি, বুয়েটের আসন সংখ্যা ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে।

এক নজরে বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৪-২০২৫

আবেদন শুরুর তারিখ৩০ নভেম্বর, ২০২৪
আবেদনের শেষ তারিখ১৪ ডিসেম্বর, ২০২৪
প্রাথমিক আবেদন ফি৫০০ টাকা
নির্বাচনী পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ২৬ ডিসেম্বর, ২০২৪
প্রাক নির্বাচনী পরীক্ষা২৩ জানুয়ারি, ২০২৫
মূল ভর্তি পরীক্ষা (লিখিত)১৩ ফেব্রুয়ারি, ২০২৫
চূড়ান্ত ফলাফল৮ মার্চ, ২০২৫
আবেদন ফি৮০০ টাকা এবং ১০০০ টাকা
আবেদনের লিংকwww.buet.ac.bd
BUET Admission Circular 2025

বুয়েটে ভর্তি পরীক্ষার নিয়ম

প্রতিবছর এর মতোই এ বছরও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে প্রাক-নির্বাচন পরীক্ষা এবং তারপর মূল ভর্তি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুয়েটে আবেদনের যোগ্যতা

  • এসএসসি: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ডে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞানরসায়নসহ) ন্যূনতম ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
  • এইচএসসি: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ডে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞানরসায়নসহ) ন্যূনতম ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ পেয়ে পাশ করতে হবে।
  • তবে প্রথম ২৪,০০০ জন আবেদনকারীকে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

বুয়েটের প্রাক-নির্বাচনী পরীক্ষার নিয়ম

প্রথম ২০,০০০ জন আবেদনকারী গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাক-নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণ করবে।

মোট ১০০ নম্বরের জন্য MCQ ফর্ম্যাটে পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

২৩ জানুয়ারি ২০২৫শিফট ১ক ও খ গ্রুপসকাল ১০ টা থেকে ১১ টা
শিফট ২ক ও খ গ্রুপবিকাল ৩ টা থেকে ৪ টা

প্রাক-নির্বাচনী পরীক্ষার বিষয় এবং সিলেবাস

বিভাগবিষয়পাঠ্যসূচী
গ্রুপ ক: প্রকৌশল বিভাগসমূহ , নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ

গ্রুপ খ:  প্রকৌশল বিভাগসমূহ , নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ
গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠসূচি

প্রাক-নির্বাচনী পরীক্ষার মানবন্টন

গ্রুপ ক এবং গ্রুপ খপ্রশ্নসংখ্যাপূর্ণমানসময়
গণিত৩৪১০০৬০
পদার্থ বিজ্ঞান৩৩
রসায়ন৩৩

বুয়েটের মূল ভর্তি পরীক্ষার নিয়ম

প্রাক-নির্বাচন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রথম ২,৫০০জন পরীক্ষার্থী চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মূল ভর্তি পরীক্ষায় কোনো MCQ প্রশ্ন থাকবে না এবং সব প্রশ্নই হবে প্রচলিত লিখিত পদ্ধতিতে হয়ে থাকবে।

মূল পরীক্ষার বিষয় এবং সিলেবাস

বিভাগবিষয়পাঠসূচী
গ্রুপ ক: প্রকৌশল বিভাগসমূহ , নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগগণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠসূচি
গ্রুপ খ:  প্রকৌশল বিভাগসমূহ , নগর ও আঞ্চলিক পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগগণিত, পদার্থ বিজ্ঞান ও রসায়ন২০২৪ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠসূচি
মুক্তহস্ত অংকন এবং দৃষ্টগত ও স্থানিক ধীশক্তিউন্মুক্ত

মূল পরীক্ষার প্রশ্নের ধরণ ও মানবণ্টন

BUET Admission Circular 2025

নিচের PDF লিংকে ক্লিক করে জেনে নিন বুয়েটে ভর্তি সংক্রান্ত সকল বিস্তারিত তথ্য:


বুয়েটের বিভাগ সমূহ ও আসন সংখ্যা

কেমিক্যাল এন্ড ম্যাটেরিয়ালস কৌশল, পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল সহ অনুষদসমূহে ৪ বছর মেয়াদি এবং স্থাপত্য বিভাগে ৫ বছর মেয়াদি স্নাতক ডিগ্রির জন্য আসন সংখ্যা মোট ১৩০৫ টি।

বিভাগের নামআসন সংখ্যা
কেমিকৌশল বিভাগ১২০
বস্তু ও ধাতব কৌশল বিভাগ৬০
ন্যানোম্যাটেরিয়ালস ও সিরামিক কৌশল বিভাগ৩০
পুরকৌশল বিভাগ১৯৫
পানিসম্পদ কৌশল বিভাগ৩০
যন্ত্রকৌশল বিভাগ১৮০
নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ৫৫
ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন কৌশল বিভাগ১২০
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ১৯৫
কম্পিউটার সায়েন্স এন্ড প্রকৌশল বিভাগ১৮০
বায়োমেডিক্যাল কৌশল বিভাগ৫০
স্থাপত্য বিভাগ৬০
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৩০
মোট আসন সংখ্যা১৩০৫

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন:-