You are currently viewing বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম — BUET Circular

বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম — BUET Circular

বুয়েট ভর্তি পরীক্ষার আবেদন: বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) তার নিজস্ব ওয়েবসাইটে (buet.ac.bd) ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করে।

তাই বুয়েট ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বুয়েটের ভর্তি পরীক্ষায় কীভাবে আবেদন করতে হবে তা জানা জরুরি।

আজকের পোস্টে বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদন করার নিয়ম, আবেদন করতে কত টাকা লাগে, ভর্তি পরীক্ষার আবেদন ফরম পূরণের নিয়ম, বুয়েটে ভর্তি হবার নিয়ম এবং বুয়েটে ভর্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে অনেক কথা হবে।


বুয়েটে ভর্তি পরীক্ষার নিয়ম

প্রতিবছর এর মতোই এ বছরও বুয়েটে দুই ধাপে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
  • প্রাক-নির্বাচনী পরীক্ষা
  • মূল ভর্তি পরীক্ষা

বুয়েটে আবেদনের যোগ্যতা

  • এসএসসি: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ডে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ন্যূনতম ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৪.০০ পেয়ে পাশ করতে হবে।
  • এইচএসসি: আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ডে গ্রেড পদ্ধতিতে বিজ্ঞান বিভাগে (গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নসহ) ন্যূনতম ৫.০০ এর স্কেলে কমপক্ষে জিপিএ ৫.০০ পেয়ে পাশ করতে হবে।
  • তবে প্রথম ২৪,০০০ জন আবেদনকারীকে প্রাথমিক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

বুয়েটে ভর্তির নূন্যতম যোগ্যতা

মোট ১৩০৯ টি আসনে ভর্তির জন্য নিম্নে বর্ণিত সর্বনিম্ন যোগ্যতা প্রযোজ্য হবে।

  • (ক) প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মূল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারণ করা হবে। একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে মূল ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে পদার্থবিজ্ঞান, উচ্চতর গণিত ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে এক বাদ দিয়ে বাকী সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
    উল্লেখ্য যে, প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module A এর পরীক্ষায় ন্যূনতম ১৩৩ নম্বর পেতে হবে। বায়োমেডিক্যাল কৌশল বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপি ৪.০০ পেতে হবে অথবা GCE “A” লেভেল পরীক্ষায় জীববিজ্ঞান বিষয়ে ন্যূনতম B গ্রেড পেয়ে পাশ করতে হবে।
  • (খ) স্থাপত্য বিভাগের জন্য মুল ভর্তি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধামান নির্ধারন করা হবে। একাধিক প্রার্থী একই মোট নম্বর পেলে ভর্তি পরীক্ষায় ক্রমানুসারে মুক্তহস্ত অংকন, দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি, পদার্থ বিজ্ঞান, উচ্চতর গণিত ও রসায়নে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধামান নির্ণয় করা হবে। একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে এক বাদ দিয়ে বাকী সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করা হবে।
    উল্লেখ্য যে, স্থাপত্য বিভাগে ভর্তির যোগ্যতা অর্জনের জন্য প্রার্থীকে Module B এর পরীক্ষায় ন্যূনতম ১৬০ নম্বর পেতে হবে।

অনলাইনে বুয়েট ভর্তি পরীক্ষায় আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণের আবেদনের জন্য নিম্নলিখিত ধাপসমূহ (STEPS) অনুসরণ করতে হবে। তবে এটি বিশেষভাবে উল্লেখ্য যে, “সকল ধাপ সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে না“।

STEP 1: অনলাইনে আবেদন ফরম পূরণ

প্রথমে, আবেদনপত্রটি অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) এবং আবেদনকারীর সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি (প্রায় 300×350 পিক্সেল এবং সর্বোচ্চ 75 KB আকার) এবং স্বাক্ষর (স্ক্যান করা) এর মাধ্যমে সঠিকভাবে পূরণ করতে হবে। ছবি তোলা, আনুমানিক 300×80 পিক্সেল এবং সর্বোচ্চ 20 KB সাইজ) আপলোড করতে হবে। ছবি এবং স্বাক্ষর উভয়ই JPEG ফরম্যাটে হতে হবে এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে।

আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে। তথ্য পূরণ করার পরে, আপনি যদি “Preview” বাটনে ক্লিক করেন তাহলে ছবি এবং স্বাক্ষর সহ সম্পূর্ণ ফর্মটি “Preview of Application” পৃষ্ঠায় প্রদর্শিত হবে।

উপরে উল্লিখিত “Preview of Application” পৃষ্ঠায় সমস্ত তথ্য, ছবি এবং স্বাক্ষর সঠিক থাকলে, আপনাকে অবশ্যই “Submit” বাটনে ক্লিক করতে হবে।

STEP 2: মোবাইল/অনলাইন ব্যাংকিং-এর মাধ্যমে আবেদন ফি প্রদান (অফেরতযোগ্য)

নিম্নের ছকে বর্ণিত গ্রুপ অনুযায়ী আবেদন ফি ২ ধাপে প্রদান করতে হবে।

গ্রুপবিভাগপ্রাথমিক আবেদন ফিপ্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফি
“ক”প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ৫০০ টাকা৮০০ টাকা
“খ”প্রকৌশল বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ৫০০ টাকা১০০০ টাকা

বিশেষ দ্রষ্টব্য: সকল আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন সময়ে প্রাথমিক আবেদন ফি হিসাবে ৫০০ টাকা প্রদান করতে হবে। পরবর্তীতে যে সকল আবেদনকারী প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে তাদেরকে ‘ক’ গ্রুপের জন্য ৮০০ টাকা এবং ‘খ’ গ্রুপের জন্য ১০০০ টাকা প্রদান করে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের Admit Card ডাউনলোড করতে হবে।

আবেদন ফি এবং পরীক্ষায় অংশগ্রহণের ফি জমা দেয়ার পদ্ধতি: আবেদন ফি জমা দেয়ার পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.buet.ac.bd) যথাসময়ে জানানো হবে।

STEP 3: Money Receipt সংগ্রহ ও আবেদন চূড়ান্ত জমাকরণ

একবার একজন আবেদনকারী আবেদনের ফি সঠিকভাবে পরিশোধ করলে, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে “Download Money Receipt” লিংকে ক্লিক করে অর্থ রসিদের PDF Version ডাউনলোড এবং প্রিন্ট করতে পারেন। এর পরে, আবেদনকারী অবশেষে ওয়েবসাইটে “Final Submit” বাটনে ক্লিক করে আবেদন জমা দিতে সক্ষম হবেন।

STEP 4: Admit Card সংগ্রহ

প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত প্রার্থীদের তালিকা প্রকাশের পর, একজন যোগ্য আবেদনকারীকে নির্ধারিত ফি প্রদান করতে হবে এবং ক্লিক করে এই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্রের PDF টি ডাউনলোড করতে হবে।

ভর্তি হওয়ার নিয়ম কি?

(ক) নির্বাচিত এবং ভর্তির জন্য অপেক্ষারত প্রার্থীদের নামের তালিকা এবং প্রার্থীদের বিভাগীয় নির্বাচনের তালিকা বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে।

(খ) নির্বাচিত প্রার্থীদের বিভাগীয় বাছাই তালিকা প্রকাশের পর, ভর্তি কমিটিসমূহের সভাপতি কর্তৃক ঘোষিত নির্ধারিত তারিখে নির্বাচিত প্রার্থীদেরকে মূল সনদপত্র, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং ভর্তি ফিসহ উপস্থিত হতে হবে। লিখিত আবেদনের মাধ্যমে প্রাপ্ত পূর্বানুমতি ছাড়া উল্লিখিত তারিখে উপস্থিত হতে ব্যর্থ হলে ভর্তির যোগ্যতা বাতিল করা হবে। উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মূল সনদপত্র ও গ্রেডশিট ভর্তি কমিটির সভাপতির কার্যালয়ে জমা দেওয়া হবে।

বুয়েটে ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগে?

  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল সনদপত্র।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশীট।
  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/আলীম অথবা সমমানের পরীক্ষার মূল গ্রেডশীট।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার সনদপত্র কপি।
  • মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/দাখিল অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট কপি।
  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/আলীম অথবা সমমানের পরীক্ষার গ্রেডশীট কপি।
  • আবেদনকারীর সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের নাম সম্বলিত রঙিন ছবি।
  • গ্রেডশীট-এর পরিবর্তে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ট্যাবুলেশন শীটের কপিও গ্রহণযোগ্য হবে।

সংরক্ষিত আসনের জন্য নির্বাচিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থীদের তাদের সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর সদস্যতার প্রমাণ হিসাবে নিম্নলিখিত কাগজপত্র জমা দিতে হবে।

  • স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গোত্রের মোড়ল/হেডম্যান/গোত্র প্রধান কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট যা স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার/জেলা প্রশাসক কর্তৃক সত্যায়িত হতে হবে।

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন:-