৭ম শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ – ক্যাডেট কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে (cadetcollege.army.mil.bd) প্রকাশিত হয়েছে। আজকের পোস্টে এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো।
বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজ রয়েছে। ভর্তি প্রক্রিয়া লিখিত, মৌখিক এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে হয়ে থাকবে।
ক্যাডেট কলেজগুলোতে ৭ম শ্রেণী থেকে ভর্তি নেয়া হয়ে থাকে, আর এই ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে NCTV বা জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের অন্তর্ভুক্ত ৬ষ্ঠ শ্রেণীর বই থেকে।
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
আবেদন শুরুর তারিখ | ৫ নভেম্বর, ২০২৪ (সকাল ৮টা) |
আবেদনের শেষ সময় | ১৫ ডিসেম্বর, ২০২৪ (বিকাল ৫টা) |
ভর্তি পরীক্ষা | ৪ জানুয়ারী, ২০২৫ (সকাল ১০টা – দুপুর ১টা) |
লিখিত পরীক্ষার ফলাফল | ফেব্রুয়ারি মাসের ১ম সপ্তাহ, ২০২৫ |
আবেদন ফি | ২৫০০ টাকা |
আবেদন করার লিংক | cadetcollegeadmission.army.mil.bd |
ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর
লিখিত পরীক্ষা (৩০০ নম্বর) | গণিত – ১০০ |
বাংলা – ৬০ | |
ইংরেজি – ১০০ | |
সাধারণ জ্ঞান – ৪০ | |
মৌখিক পরীক্ষা (৫০ নম্বর) |
ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারীর যোগ্যতা
- ছাত্র/ছাত্রীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- ছাত্র/ছাত্রীকে ৬ষ্ঠ শ্রেণি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়স: ১ জানুয়ারি, ২০২৫ তারিখে সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস হতে হবে।
- উচ্চতা: শিক্ষার্থীকে ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি (বালক ও বালিকা উভয় ক্ষেত্রে প্রযোজ্য)।
- সুস্থতা: প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।
ক্যাডেট কলেজে আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- ৫ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার সত্যায়িত সার্টিফিকেট (ইংরেজি মাধ্যম প্রার্থীদের জন্য বাধ্যতামূলক নয়)।
- জন্ম নিবন্ধন এর সত্যায়িত ফটোকপি।
- অধ্যয়নরত বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক ইস্যুকৃত ৬ষ্ঠ বা সমমানের বাংলা বা ইংরেজি মাধ্যম অথবা মাদ্রাসা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রশংসাপত্র।
- মাতা বা পিতা অথবা অভিভাবকের মাসিক উপার্জনের প্রত্যয়ন পত্র।
- প্রার্থীর পিতা ও মাতা উভয়ের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি।
ক্যাডেট কলেজে আবেদন করার নিয়ম
- প্রথমে cadetcollegeadmission.army.mil.bd ওয়েবসাইটে যান
- এরপর “Apply Now/Sign Up” ক্লিক করুন
- উল্লেখিত সকল তথ্য পূরণ করে “Submit” বাটনে ক্লিক করুন
- Registration Successful হলে মোবাইলে User ID এবং Password দেওয়া হবে
- এই User ID এবং Password দিয়ে Login করুন
- এরপর Payment Gateway থেকে যেকোনো একটি থেকে Payment করুন
- Payment করার পর আবেদন ফর্ম আসবে। আবেদন ফর্মটির সবগুলো Step সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করুন
ক্যাডেট কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫
ক্যাডেট কলেজসমূহের তালিকা
বর্তমানে বাংলাদেশে ১২টি ক্যাডেট কলেজ রয়েছে। ছেলেদের জন্য ৯টি এবং মেয়েদের জন্য ৩টি ক্যাডেট কলেজ রয়েছে। নিচে কলেজসমূহের তালিকা উল্লেখ করা হলো:-
ক্রমিক নং | নাম | অবস্থান | বিভাগ |
০১ | ফৌজদারহাট ক্যাডেট কলেজ | ফৌজদারহাট, চট্টগ্রাম | চট্টগ্রাম |
০২ | ঝিনাইদহ ক্যাডেট কলেজ | ঝিনাইদহ, খুলনা | খুলনা |
০৩ | মির্জাপুর ক্যাডেট কলেজ | মির্জাপুর, টাঙ্গাইল | ঢাকা |
০৪ | রাজশাহী ক্যাডেট কলেজ | সারদাহ, রাজশাহী | রাজশাহী |
০৫ | সিলেট ক্যাডেট কলেজ | সিলেট | সিলেট |
০৬ | রংপুর ক্যাডেট কলেজ | আলমগর, রংপুর | রংপুর |
০৭ | বরিশাল ক্যাডেট কলেজ | রহমতপুর, বরিশাল | বরিশাল |
০৮ | পাবনা ক্যাডেট কলেজ | পাবনা | রাজশাহী |
০৯ | ময়মনসিংহ বালিকা ক্যাডেট কলেজ | ময়মনসিংহ | ময়মনসিংহ |
১০ | কুমিল্লা ক্যাডেট কলেজ | কুমিল্লা | চট্টগ্রাম |
১১ | ফেনী গার্লস ক্যাডেট কলেজ | ফেনী | চট্টগ্রাম |
১২ | জয়পুরহাট বালিকা ক্যাডেট কলেজ | জয়পুরহাট | রাজশাহী |
Follow Us
See More:
- Blog (6)
- How To.. (25)
- ই-পাসপোর্ট (1)
- জন্ম নিবন্ধন (4)
- চাকরি (7)
- বেসরকারি চাকরি (1)
- সরকারি চাকরি (7)
- জাতীয় বিশ্ববিদ্যালয় (4)
- পিডিএফ বই (11)
- ১ম – ৮ম শ্রেণি (3)
- ভর্তি সংক্রান্ত (5)
- কলেজ ভর্তি (1)
- বিশ্ববিদ্যালয় ভর্তি (3)
- শিক্ষা (11)
- স্কিল শেয়ার (12)
- ডিজিটাল মার্কেটিং (10)