You are currently viewing সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

আজকের পোস্টে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ (Govt. School Admission, GSA), সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৫, সরকারি-বেসরকারি স্কুলে আসন সংখ্যা কত, সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি নীতিমালা ২০২৫, সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল ২০২৫ নিয়ে আলোচনা করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর তাদের (gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে প্রকাশিত করেন যে, ঢাকা মহানগরীসহ সারাদেশে সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে (১ম শ্রেণি – ৯ম শ্রেণি) পৰ্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে। আবেদন শেষে ডিসেম্বর মাসে লটারির মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫

ভর্তির ক্লাস১ম শ্রেণি – ৯ম শ্রেণি
আবেদন শুরুর তারিখ১২ নভেম্বর, ২০২৪ (সকাল ১১টা)
আবেদনের শেষ সময়৩০ নভেম্বর, ২০২৪ (বিকাল ৫টা)
লটারি সময়কালডিসেম্বর, ২০২৪
নির্বাচিত পরীক্ষার ফলাফলgsa.teletalk.com.bd
আবেদন ফি১১০ টাকা
আবেদন করার লিংকClick Here

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির আবেদন করার নিয়ম ২০২৫

১. প্রথমে (https://gsa.teletalk.com.bd) ওয়েবসাইটে যান
২. আপনি আপনার পছন্দ অনুযায়ী সরকারি বা বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদন ক্লিক করুন
৩. শিক্ষার্থীর ছবির সাইজ অবশ্যই (৩০০X৩০০ পিক্সেল) এবং সাইজ ১০০ KB এর নিচে হতে হবে
৪. সঠিকভাবে তথ্যগুলো পূরণ করে “Submit” করুন
৫. এরপর একটি User ID সহ Applicant’s Copy দেওয়া হবে। Applicant’s Copy টি প্রিন্ট করে নিন
৬. এরপর SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে

বি.দ্র: শিক্ষার্থী-প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ৫টি পছন্দের স্কুল সিলেক্ট করতে পারবে।

SMS এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম

Applicant’s Copy-তে প্রাপ্ত User ID ব্যবহার করে Teletalk Pre-Paid Mobile থেকে ২টি SMS এর মাধ্যমে আবেদন ফি বাবদ (১১০ টাকা) জমা দিতে হবে।
  • প্রথম SMS: GSA <space> User ID লিখে Send করুন 16222 নম্বরে
  • ফিরতি SMS এ শিক্ষার্থীর নামসহ একটি PIN নম্বর দিবে। যা দিয়ে ২য় SMS টি করতে হবে।
  • দ্বিতীয় SMS: GSA <space> Yes <space> PIN লিখে Send করুন 16222 নম্বরে

আবেদনকারী শিক্ষার্থীর বয়স

জাতীয় শিক্ষানীতি-২০১০, সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা অনুযায়ী, ২০২৫ শিক্ষাবর্ষে ১ম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর হতে হবে।

তবে কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর তারিখে সর্বোচ্চ বয়স ৭ বছর পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
(যেমন:- ২০২৫ সালে কোনো শিক্ষার্থীর ১ম শ্রেণিতে ভর্তির সময় তার জন্ম তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৭ সাল থেকে ১ জানুয়ারি,২০২০ সালের মধ্যে হলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।)

সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫ PDF লিংক নিচে দেওয়া হলো-


সরকারি-বেসরকারি স্কুলে আসন সংখ্যা কত?

সরকারি বিদ্যালয়ে আসন সংখ্যা ১ লাখ ৮ হাজার ৪০৪টি এবং বেসরকারি বিদ্যালয়ে ১ লাখ ৮ হাজার ১৫১টি।

সরকারি-বেসরকারি স্কুলে কিভাবে ভর্তি হতে পারবে?

লটারির মাধ্যমে শিক্ষার্থীরা সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি হতে পারবে।