You are currently viewing জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি নির্দেশিকা| NU Honours Admission

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি নির্দেশিকা| NU Honours Admission

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন হয় না। এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফল এর উপর ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয় এবং কলেজগুলি এই তালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করে। আজকের পোষ্টে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি নির্দেশিকা (NU Honours Admission) সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সার্কুলার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোনো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নেই। SSC এবং HSC পরীক্ষার ফলাফল এর উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হয়।
অনলাইনে আবেদন করার সময়, আবেদনকারী শিক্ষার্থীরা তাদের পছন্দের ৫টি কলেজ নির্বাচন করে এবং মেধা তালিকার মাধ্যমে কলেজগুলিতে ভর্তি হন।

ভর্তির মেধা তালিকা ৪টি ধাপে প্রকাশ করা হয়। ১ম মেধাতালিকা, ২য় মেধাতালিকার পর যারা চান্স পাবেনা তাদের জন্য ১ম, ২য় রিলিজ স্লিপ প্রদান করা হয়। এই স্লিপ দ্বারা বাকি আসনগুলিতে ভর্তির সুযোগ প্রদান করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন করার নিয়ম

১. জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (http://www.nu.ac.bd/admissions) যান
২. Honours ট্যাবে ক্লিক করুন
৩. “Apply Now” বাটনে ক্লিক করুন
৪. সঠিকভাবে তথ্যগুলো পূরণ করুন
৫. এরপর আপনার ছবি ও সাক্ষর আপলোড করুন
৬. মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি জমা দিন -প্রাথমিক আবেদন ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা
৭. “Submit” বাটনে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি আবেদন ফি

প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ৩৫০ টাকা প্রাথমিক আবেদন ফি সংশ্লিষ্ট কলেজে (মোবাইল ব্যাংকিং বা সরাসরি কলেজে) জমা দিতে হবে।

নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন ফিসের হার:–
  • শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি = ৫০০ টাকা
  • শিক্ষার্থীর ক্রীড়া ও সংস্কৃতি ফি = ৫০ টাকা
  • শিক্ষার্থীর বিএনএসসি ফি = ৫ টাকা
  • রোভার স্কাউট ফি = ১০ টাকা

মোট = ৫৬৫ টাকা

NU Honours Admission

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি যোগ্যতা

বিভাগSSC ও HSC পরীক্ষায় ন্যূনতম জিপিএ (৪র্থ বিষয়সহ)উভয় পরীক্ষা মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ
বিজ্ঞান শাখা৩.০৭.০
ব্যবসায় শিক্ষা শাখা৩.০৭.০
মানবিক শাখা৩.০৬.৫
HSC (ভোকেশনাল), HSC (বিজনেস স্টাডিস) ও ডিপ্লোমা ইন কমার্স৩.০৭.০

অনার্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে

  • ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে (২-৩ ফটোকপি)
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফটোকপি (২ কপি)
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল ফটোকপি (২ কপি)
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড ফটোকপি (২ কপি)
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি (২ কপি)
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি
  • পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের ফটোকপি (২ কপি)
  • কোটার সনদপত্র (যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য)

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি সংক্রান্ত বিস্তারিত নীতিমালা জানতে নিচের PDF ডাউনলোড করুন