পাসপোর্ট আবেদন করার পর আবেদনে কোনো ভুল ধরা পড়লে আবেদন বাতিল করতে হয়। তবে পাসপোর্টের আবেদনে কোনো ভুল থাকলে তা খুব সহজেই বাতিল করা যায়, তাই ই-পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম জানতে হবে।
আবেদনের তথ্য ভোটার আইডি কার্ডের তথ্যের সাথে না মিললে কর্তৃপক্ষ পাসপোর্টের আবেদন স্থগিত করে দেয় বা পাসপোর্ট অফিস থেকে আবেদনটি প্রাথমিকভাবে ফেরত দেওয়া হয়।
ই-পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম ২০২৪
অনলাইন থেকে করা ই-পাসপোর্ট আবেদন বাতিল করতে পাসপোর্ট আঞ্চলিক অফিসের সহকারী পরিচালকের কাছে একটি লিখিত আবেদন জমা দিতে হবে। আপনার লিখিত আবেদনের সাথে অনলাইন Application Summery পৃষ্ঠার একটি কপি সাথে দিতে হবে।
পাসপোর্ট অফিসের অনেক দালাল আপনার আবেদন বাতিল করার জন্য অর্থের প্রস্তাব দিতে পারে। দালালকে কেনো অতিরিক্ত টাকা দিতে হবে না।
যদি পাসপোর্টের আবেদন অফিসে জমা না দেওয়া হয় তবে এটি ৬ মাস পরে অটোমেটিকভাবে বাতিল হয়ে যাবে।
কিন্তু অহেতুক দীর্ঘ ৬ মাস অপেক্ষা করে লাভ নেই। আপনি একটি লিখিত আবেদন করে কয়েক দিনের মধ্যে আবেদন বাতিল করতে পারেন। পাসপোর্টের আবেদন বাতিল করার পর, আপনি আবার নতুন করে আবেদন করতে পারবেন।
আবেদন বাতিল করার দরখাস্ত লেখার পদ্ধতি
তারিখঃ ………………………….
সহকারী পরিচালক
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস
ঢাকা, বাংলাদেশ।
বিষয়: ই-পাসপোর্ট আবেদন বাতিল প্রসঙ্গে দরখাস্ত
জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি ………………… পিতাঃ …………………. মাতাঃ ……………………. , ঠিকানাঃ ……………………. । আমি গত ……../……./………. তারিখে আমার নিজের জন্য একটি ই-পাসপোর্ট আবেদন করি যার অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার OID12345678। আবেদন শেষে আমি লক্ষ্য করি যে আমার পাসপোর্ট আবেদনে কিছু ভুল হয়েছে।
ভুলবশত আমার পাসপোর্ট আবেদনে আমার (নাম/ পিতা মাতার নাম/ ঠিকানা / জন্ম তারিখ/মোবাইল নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর/জন্ম নিবন্ধন নম্বর/অন্য কোন তথ্য) ভুল লেখা হয়। এমতাবস্থায় আবেদনটি বাতিল করে আমি নতুনভাবে আবেদন করতে চাই।
অতএব, মহোদয়ের নিকট বিনীত অনুরোধ এই যে, উপরিউক্ত সমস্যার কথা বিবেচনা করে আমার ই পাসপোর্ট আবেদনটি বাতিল করতে আপনার একান্ত মর্জি হয়।
বিনীত নিবেদক,
আপনার নাম
আপনার ঠিকানা
মোবাইল নাম্বার
ই-পাসপোর্ট আবেদন জমা দেওয়ার নিয়ম
আবেদনটি লেখার পর এটি প্রিন্ট করুন এবং আপনার পাসপোর্ট অফিসে যান। সেখানে গিয়ে সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করুন এবং তার কাছে আবেদনটি জমা দিন। সবকিছু ঠিক থাকলে পাসপোর্ট আবেদনটি এক থেকে ২/১ দিনের মধ্যে বাতিল হয়ে যাবে।
ই পাসপোর্ট আবেদন বাতিল করার নিয়ম ২০২৪
আবেদন বাতিল ফি সংক্রান্ত
অনেকে মনে করেন যে পাসপোর্টের আবেদন বাতিল করলে আমার আবেদনের ফি বাতিল হয়ে যাবে।
কিন্তু একটি শর্ত আছে যদি আপনি পাসপোর্টের জন্য আবেদন করার সময় অনলাইন পেমেন্ট ekpay বা MFS-Mobile Banking নির্বাচন করে আবেদন ফি প্রদান করেন, তাহলে আপনার আবেদন ফি অফেরত যোগ্য হিসেবে বিবেচিত হবে।
যাইহোক, আপনি যদি অফলাইন পেমেন্ট (Bank Draft/ A challan) নির্বাচন করেন এবং আবেদন করার সময় পাসপোর্ট ফি প্রদান করেন, তাহলে আপনি নতুন আবেদনের সাথে চালানের কপি সংযুক্ত করে আবেদন জমা দিলেই আপনার কাজ করা হবে।
আরও দেখুন:
Follow Us
See More:
- Blog (6)
- How To.. (25)
- ই-পাসপোর্ট (1)
- জন্ম নিবন্ধন (4)
- চাকরি (7)
- বেসরকারি চাকরি (1)
- সরকারি চাকরি (7)
- জাতীয় বিশ্ববিদ্যালয় (4)
- পিডিএফ বই (11)
- ১ম – ৮ম শ্রেণি (3)
- ভর্তি সংক্রান্ত (5)
- কলেজ ভর্তি (1)
- বিশ্ববিদ্যালয় ভর্তি (3)
- শিক্ষা (11)
- স্কিল শেয়ার (12)
- ডিজিটাল মার্কেটিং (10)