প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১০ (১ম) (Primary Teacher Question Solution 2010)- ২০১০ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ১ম ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান-
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১০ (১ম)
Total questions : 80 Total marks : 80
1) He is accessible —-all’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে
- of
- on
- into
- to ✔
2) “বুলবুলিতে” ধান খেয়েছে —বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্তায় ষষ্ঠী
- কর্তায় ৭মী ✔
- অধিকরণে ২য়া
- কর্তায় শূন্য
3) স্কু লের কোন ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কতজন কোনোটিই পছন্দ করে না?
- ৫ জন ✔
- ৭ জন
- ৮ জন
- ১০ জন
4) কোন ত্রিভু জের একটি বাহু উভয়দিকে বর্ধিত করায় উৎপন্ন বহিঃস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভু জটি —
- বিষমবাহু
- সমবাহু
- সমকোণী
- সমদ্বিবাহু ✔
5) a = 8, b = 6, x = 1/2 এবং y = 4 হলে ax+2b-2xy এর মান কত?
- 12 ✔
- 9
- 7
- 6
6) Laugh’ শব্দটির Noun হচ্ছে–
- Lugh
- Laughing
- Laughable
- Laughter ✔
7) কোনটি শুদ্ধ বানান?
- Foreigner ✔
- Forienor
- Foricgnor
- Foreiner
8) কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?
- ২৬ মার্চ , ১৯৭২
- ১৬ ডিসেম্বর, ১৯৭২ ✔
- ১৭ এপ্রিল ১৯৭১
- ১৬ ডিসেম্বর, ১৯৭৩
9) ৬টি গরুর জন্য যা ব্যয় হয়, ৪টি মহিষের জন্য তা ব্যয় হয়। ১০টি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে কতটি গরু পোষা যাবে?
- ১৫ টি ✔
- ১৮ টি
- ২০ টি
- ২৫ টি
10) সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় —
- ১৯৭৭ সালে
- ১৯৭৮ সালে ✔
- ১৯৭৯ সালে
- ১৯৮০ সালে
11) কাচকে হঠাৎ উত্তপ্ত করলে ফেটে যায় কিন্তু ধাতু ফাটে না কারণ কাঁচ তাপ —
- অন্তরক
- সুপরিবাহী
- কু পরিবাহী ✔
- অর্ধ-পরিবাহী
12) সুরমা ও কু শিয়ারা এ দু’নদীর মিলিত স্রোতের নাম –
- কু শিয়ারা
- বরাক
- মেঘনা ✔
- নবগঙ্গা
13) I said to him, “Will you follow me?” বাক্যটির সঠিক Indirect speech —-
- I said to him if he would follow me.
- I asked him if he would follow me. ✔
- I asked to him if he would follow me.
- I said to him if he will follow me.
14) ড্রাই আইস’ হলো —
- কঠিন অবস্থায় কার্বন ডাইঅক্সাইড ✔
- কঠিন অবস্থায় সালফাই ডাইঅক্সাইড
- শূন্য ডিগ্রী তাপমাত্রার নিচে বরফ
- কঠিন অবস্থায় হাইড্রোজেন পারঅক্সাইড
15) ২/৩ ÷ ৪/৫ এর ২০/২১ কত?
- ১/৩
- ৮/২১
- ৭/৮ ✔
- ৫/৬০
16) ‘শিবমন্দির’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- অক্ষয় কু মার সরকার
- কায়কোবাদ ✔
- নবীনচনদ্র সেন
- গোবিন্দচন্দ্র দাস
ব্যাখ্যা : ‘শিবমন্দির’ কাব্যগ্রন্হের রচয়িতা হচ্ছেন কায়কোবাদ। কু সুমকানন, অমিয়ধারা তাঁর অপর দুইটি বিখ্যাত কাব্যগ্রন্হ। তাঁর প্রকৃ ত নাম- কাজেম আল কোরায়শী ।
17) কোনটি শুদ্ধ বানান?
- Banquete
- Bouquet ✔
- Boquet
- Bouquette
18) বরেন্দ্রভূ মি বলা হয় —
- ময়নামতি ও লালমাই পাহাড়কে
- শালবন বিহারকে
- মধুপুর ও ভালয়ালের গড়কে
- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিম অঞ্চলকে ✔
19) He said, “tell me, boy, is the miller within? ” বাক্যটির সঠিক Indirect speech —
- Addressing the boy, he asked him (boy) to tell him if the miller was within. ✔
- Addressing the boy, he said to him (boy) to tell him if the miller was within.
- Addressing the boy, he asked him (boy) to tell him that the miller was within.
- Addressing the boy, he said him (boy) to tell him if the miller was within.
20) কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় —
- দশমিক
- বাইনারী ✔
- হেক্সাডেসিমেল
- অক্টাল
21) Abolish’ শব্দটির Synonym হচ্ছে—-
- Cancel ✔
- Perform
- Create
- Generate
22) সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
- ৯.১২ মিনিট
- ৮.৩২ মিনিট ✔
- ৭.৯৬ মিনিট
- ১০.৫৬ মিনিট
23) সমাস কত প্রকার?
- ৪ প্রকার
- ৮ প্রকার
- ৬ প্রকার ✔
- ১০ প্রকার
24) তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বয়স কত?
- ৩০ বছর ✔
- ২৮ বছর
- ২৭ বছর
- ২৪ বছর
25) দুটি রাশির অনুপাত ৮ঃ ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
- ১৫০
- ৭৫ ✔
- ৪৫
- ১৫
26) Full’ শব্দটির Synonym হচ্ছে–
- Filled
- Fulfilment
- Fill ✔
- Full
27) কোনটি শুদ্ধ বানান?
- Jewelery
- Jewellry
- Jwellry
- Jewellery ✔
28) কোন বাক্যটি শুদ্ধ?
- She is a person whom I know is sincere
- She is a person who I know is sincere ✔
- Tuhin is my lovely friend
- There is no place in my class
29) ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
- নূরুল আমীন
- খাজা নাজিমউদ্দীন ✔
- মোহাম্মদ আলী
- লিয়াকত আলী খান
30) Effort’ শব্দটির Synonym হচ্ছে—
- Assurance
- Attempt ✔
- Erect
- Exclude
31) অন্ধকার’এর সমার্থক শব্দ নয় —
- তিমির
- কাজল ✔
- আঁধার
- অমানিশা
32) নিচের কোন উক্তিটি সঠিক?
- বায়ু একটি যৌগিক পদার্থ
- বায়ু একটি মৌলিক পদার্থ
- বায়ু একটি মিশ্র পদার্থ ✔
- বায়ু বলতে নাইট্রোজেন ও অক্সিজেনকেই বোঝায়
33) ক্ষমতার একক–
- নিউটন
- ক্যালরি
- জুল
- ওয়াট ✔
34) ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
- মুক্তি
- বাহির
- বদ্ধ ✔
- স্বাধীন
ব্যাখ্যা : ‘মুক্ত’ এর সমার্থক শব্দ: খোলা, অবারিত, অবাধ, উন্মুক্ত, স্বাধীন, মুক্তি, বাহির। এর বিপরীত শব্দ: বন্দী, বদ্ধ।
35) (০.১×০.০১×০.০০১)/(০.২×০.০২×০.০০২)
- ১/৮ ✔
- ১/৮০
- ১/৮০০
- ১/৮০০০
36) কোন অঞ্চলে বস্তুর ওজন সবচেয়ে বেশি?
- মেরু অঞ্চলে ✔
- সমুদ্র পৃষ্ঠে
- ভূ -পৃষ্ঠের অভ্যন্তরে
- মহাশূন্যে
37) বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম কারা এসেছিল?
- ইংরেজরা
- ফরাসিরা
- পর্তু গিজরা ✔
- ওলন্দাজরা
38) প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় —
- ঢাকায়
- নয়াদিল্লীতে
- কলম্বোতে
- কাঠমান্ডুতে ✔
39) কোন ক্ষেত্রটি সামন্তরিক নয়?
- রম্বস
- বর্গক্ষেত্র
- আয়তক্ষেত্র
- ট্রাপিজিয়াম ✔
40) আলমের বয়স কমলের বয়সের ৮০% হলে কমলের বয়স আলমের বয়সের—
- ১২৫% ✔
- ১১৬%
- ৮০%
- ২০%
41) I know him’ বাক্যটির সঠিক Passive form —
- He is known by
- He was known to me
- He is known to me ✔
- He is being known to me
42) ১৫ জন লোকের গড় বয়স ২৯ বছর। তাদের মধ্যে আবার দুজনের গড় বয়স ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জনের গড় বয়স কত হবে?
- ২৫ বছর ✔
- ২৬ বছর
- ২৭ বছর
- ২৯ বছর
43) কালের যাত্রা’ নাটকটির রচয়িতা —
- রবীন্দ্রনাথ ঠাকুর ✔
- অমৃতলাল বসু
- নবীনচন্দ্র সেন
- মনোমোহন বসু
44) ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয়-
- ধরণী
- অবনী
- বসুন্ধরা
- যামিনী ✔
ব্যাখ্যা : ‘পৃথিবী’ এর সমার্থক শব্দ নয় – – যামিনী। পৃথিবীর শব্দের সমার্থক শব্দ হচ্ছে : ধরা, ধরণী, বসুন্ধরা, বসুধা, ভূ মন্ডল, অবনী ইত্যাদি। যামিনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে : নিশি, রাত, রজনী, শর্বরী, নিশীথিনী ইত্যাদি।
45) a+b=7 এবং ab = 10 হলে, a +b +3ab = কত?
- 29
- 59 ✔
- 49
- 69 2 2
46) কোনটি শুদ্ধ বানান?
- Achievment
- Acheivment
- Achievement ✔
- Achevement
47) তিমির’এর বিপরীতার্থক শব্দ —
- আলো ✔
- তিরস্কার
- কালো
- অন্ধকার
48) শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
- পরাশ্রয়ী
- মৃতজীবী
- স্বভোজী ✔
- পরভোজী
ব্যাখ্যা : – শৈবাল সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাই এরা স্বভোজী উদ্ভিদ। – এদের দেহে ক্লোরোফিল আছে। – এরা এককোষী বা বহুকোষী হতে পারে। উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
49) কোনটি শুদ্ধ বানান?
- গৃহিনী
- গৃহিনি
- গৃহীনী
- গৃহিণী ✔
50) The idiom ‘Tooth and nail’ এর অর্থ —-
- Beautiful
- Precise
- Completely ✔
- Incompletely
51) কোনটি শুদ্ধ বানান?
- নুন্যাধিক
- ন্যূনাধিক ✔
- ন্যুন্যাধিক
- ন্যুনধিক
52) Envy’ শব্দটির Adjective হচ্ছে–
- Envity
- Envious ✔
- Jealous
- Enviable
53) পর্বত’ এর সমার্থক শব্দ নয় –
- পাহাড়
- গিরি
- শিলা ✔
- শৈল
54) হজ্জযাত্রা’ কোন সমাসের উদাহরণ?
- ৩য়া তৎপুরুষ
- ৪র্থী তৎপুরুষ ✔
- ৫মী তৎপুরুষ
- ৭মী তৎপুরুষ
55) পরিবেশের সাথে জীবদেহের সম্পর্ক সম্বন্ধীয় বিজ্ঞান –
- ইকোলজি ✔
- এনাটমি
- ইভোলিউশন
- হিস্টোলজী
56) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৪ বছর এবং তাদের বয়সের অনুপাত ১০ পূর্বে ছিল ৭ঃ ২। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?
- ২ : ২ ✔
- ৭ : ৩
- ৩১ : ১৬
- ৭ : ২
57) দোলনচাঁপা’ কাব্যগ্রন্থটি রচনা করেছেন?
- যতীন্দ্র মোহন বাগচী
- কালিদাস রায়
- কাজী নজরুল ইসলাম ✔
- গোলাম মোস্তফা
58) কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো —
- জিপসাম
- চুনাপাথর
- সাজিমাটি
- বালি ✔
59) লবণ’ এর সন্ধি বিচ্ছেদ —
- লো + অন ✔
- লব + অন
- লোব + অন
- লু + বন
60) ৫, ৮, ১৪, ২৬, ৫০ ——ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- ৭৪
- ৯৮ ✔
- ১০২
- ১২২
61) বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়?
- ১ জানুয়ারি, ১৯৯২ ✔
- ১ জানুয়ারি, ১৯৯৩
- ১ জানুয়ারি, ১৯৯১
- ১ জানুয়ারি, ১৯৯০
62) “হাতের” কাজ দেখাও —বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- অপাদানে ষষ্ঠী
- কর্মে ৭মী
- করণে ষষ্ঠী ✔
- অধিকরণে ষষ্ঠী
63) দেনা পাওনা’ উপন্যাসটি রচনা করেছেন?
- কাজী নজরুল ইসলাম
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ✔
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- বেগম রোকেয়া
64) একটি পুকু র খনন করতে ৩০০ জন লোকের ২৫ দিন লাগে। পুকু রটি ১ দিনে খনন করতে কত জন লোকের দরকার হবে?
- ৭০০০ জন
- ৭২৫০ জন
- ৭৫০০ জন ✔
- ৮০০০ জন
65) মনীষা’—এর সন্ধি -বিচ্ছেদ —
- মন + ইষা
- মন + ঈষা
- মনস + ইষা
- মনস + ঈষা ✔
66) কোনটি শুদ্ধ বানান?
- ভবিষ্যৎবাণী ✔
- ভবিষ্যদ্বাণী
- ভবিষ্যৎবানী
- ভবিষ্যতবাণী
67) জমীদার দর্পণ’ নাটকটির রচয়িতা কে?
- মীর মশাররফ হোসেন ✔
- অমৃতলাল বসু
- মনোমোহন বসু
- কালীপ্রসন্ন সিং
68) He is beating the thief’ বাক্যটির সঠিক Passive form —
- The thief was being beattn by him.
- The thief is being beat by him.
- The thief is beaten by him.
- The thief is being beaten by him. ✔
69) x + 1/x = 4 হলে x – 1/x = কত?
- 147
- 52 ✔
- 70
- 76
70) The idiom ‘Nip in the bud’ এর অর্থ —
- Bed of roses
- Beginning
- Rare-up
- Destroy at the very beginning ✔
71) টাকায় ৫টা দরে লেবু কিনে ডজন ৩ টাকা বিক্রয় করলে লাভ শতকরা কত?
- ১০%
- ১৫%
- ২৫% ✔
- ৩০%
72) Socrates was accused —–misleading the young section of Athens’. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
- to
- for
- of ✔
- on
73) Accept’ শব্দটির Noun হচ্ছে-
- Acceptance ✔
- Accepted
- Acception
- Acceptable
74) মনোমোহন বসু
- কাব্যগ্রন্থ
- উপন্যাস ✔
- ছোটগল্প
- নাটক
75) বাংলার প্রথম মুসলিম বিজেতা কে?
- বখতিয়ার খলজী ✔
- হুসেন শাহ
- ইলিয়াস শাহ
- শিরান খলজী
76) x – 1/x = 2 হলে x – 1/x কত?
- 12
- 14 ✔
- 16
- 4
77) কোন বাক্যটি শুদ্ধ?
- I feel hungry ✔
- I feel myself hungry
- I am a man of words
- The sheeps are quite healthy
78) ০.৪-কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
- ৮০%
- ৬০%
- ২০%
- ৪০% ✔
79) গ্রান্ড ট্রাঙ্ক রোডের’নির্মাতা —
- বাবর
- আকবর
- শাহজাহান
- শেরশাহ ✔
80) কোন বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?
- ৬৫
- ৭০ ✔
- ৪৪
- ৫০