প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান ২০১০ (৩য়)- (Primary Teacher Question Solution 2010)- ২০১০ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়েছিল। ৩য় ধাপের প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন সমাধান-
প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০১০ (৩য়)
Total questions : 80 Total marks : 80
1) বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?
- ৭ ✔
- ৫
- ৮
- ৩
ব্যাখ্যা : ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য মোট ৬৭৬ জনকে খেতাব
প্রদান করে। এর মাঝে সর্বোচ্চ সম্মাননা খেতাব বীরশ্রেষ্ঠ প্রদান করা হয় ৭ জনকে। বীরশ্রেষ্ঠদের মধ্যে ৩ জন
সেনাবাহিনী, ২ জন ইপিআর, ১ জন নৌবাহিনী ও ১ জন বিমান বাহিনীর সদস্য ছিলেন
2) দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
- দিনাজপুর
- লালমনিরহাট ✔
- রংপুর
- কু ড়িগ্রাম
ব্যাখ্যা : দহগ্রাম বাংলাদেশের লালমনিরহট জেলার পাটগ্রাম উপজেলার একটি ইউনিয়ন । দহগ্রাম ইউনিয়নের
আয়তন ৩৫ বর্গমাইল । দহগ্রাম ইউনিয়নে উন্নীত হয় ১৯ আগস্ট ১৯৮৯ সালে। ১ আগস্ট ২০১৫ সালে
বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় বা বিলুপ্ত হয়।
3) কোনটি শুদ্ধ বানান?
- Posesion
- Posession
- Possesion
- Possession ✔
4) “বাড়ী ঘুরে এস—বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ২য়া
- করণে ৩য়া
- অপাদানে ১মা
- অধিকরণে ১মা ✔
ব্যাখ্যা : ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে অধিকরণ কারক বলে।
5) উগ্র’ এর বিপরীতার্থক শব্দ —
- মেজাজ
- সৌম্য ✔
- চপল
- বিজ্ঞ
6) কোন বাক্যটি শুদ্ধ?
- I saw him write something.
- I saw him writing something. ✔
- There is no place for doubt in it
- He is deaf for hearing
7) x + 1/x = 4 হলে x – 1/x = কত?
- 147
- 52 ✔
- 70
- 76
8) কোনটি শুদ্ধ বানান?
- Colarboration
- Collarberation
- Colaberation
- Collaboration ✔
9) x- 1/x = 4 হলে, x + 1/x = কত?
- 322 ✔
- 334
- 312
- 223
ব্যাখ্যা : x + 1/x = (x ) + (1/x )
= (x + 1/x ) – 2. x . 1/x
= {(x-1/x) + 2.x.1/x} – 2
= {4 +2} – 2
= (16+2) – 2
= 18 – 2
= 324 – 2 = 322
10) সংসার’ এর সন্ধি বিচ্ছেদ–
- সং + সার
- সাং + সার
- সম + সার
- সম্ + সার ✔
ব্যাখ্যা : আগে ম্ এর পরে অন্তঃস্থ ব্যাঞ্জন(য/র/ল/ব) কিংবা উষ্মধ্বনি (শ/স/হ) থাকলে ঐ ম্ সন্ধিতে অনুস্বার হয়।
যেমনঃ সম্+হতি = সংহতি।
11) কোনটি শুদ্ধ বানান?
- Possession
- Committe
- Committee ✔
- Comittee
12) ঢেউ’ এর সমার্থক শব্দ নয় —-
- তরঙ্গ
- ঊর্মি
- বারিধি ✔
- বীচি
ব্যাখ্যা : কতিপয় সমার্থক শব্দঃ
বারিধীঃ রত্নাকর, অম্বুধি, উদধি, অর্ণব।
ঢেউঃ তরঙ্গ, ঊর্মি, কল্লোল, হিল্লোল,বীচি, লহর, লহরী।
13) বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
- শেখ ফজলুল করিম
- ইসমাইল হোসেন সিরাজী
- গোলাম মোস্তফা ✔
- রবীন্দ্রনাথ ঠাকু র
ব্যাখ্যা : গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থঃ রক্তরাগ, খোশরোজ,কাব্যকাহিনী।
14) যদ্যাপি’এর সন্ধি বিচ্ছেদ–
- যদ + পি
- যদি + অপি ✔
- যদ + অপি
- যদ্য + অপি
15) Unstable’ শব্দটির Synonym হচ্ছে—
- Constant
- Changeable ✔
- Reliable
- Steady
ব্যাখ্যা : Unstable – স্থির নয় এমন, Constant – ধ্রুব, Changeable – রূপান্তরযোগ্য, Reliable –
ভরসা করা যায় এমন, Steady – ধ্রুব, দৃঢ়।
16) যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয়, তখন তার ওজন —
- কমে
- বাড়ে ✔
- অর্ধেক হয়ে যায়
- একই থাকে
ব্যাখ্যা : বস্তুর ওজন বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষজ ত্বরণের (g) উপর নির্ভ রশীল। g এর মান বাড়লে ওজন
বাড়ে।যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে যাওয়া হয় তখন এর মান বৃদ্ধি পায় । তাই বস্তুর ওজন
বাড়ে।
17) ৬ জন স্ত্রীলোক অথবা ৮ জন বালক একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। ৩ জন স্ত্রীলোক ও ১২ জন
বালক ঐ কাজটি কতদিনে করতে পারে?
- ৩ দিন
- ৪ দিন
- ৬ দিন ✔
- ১২ দিন
18) a+b = c হলে a +b +3abc = কত?
- a
- b
- C ✔
- a -b
ব্যাখ্যা : a + b + 3abc
= (a+b) – 3ab (a+b) + 3abc
= c – 3ab.c + 3abc
= c – 3abc + 3abc = c
19) The idiom ‘Bring to book’ এর অর্থ —-
- Book written by famous writer
- Valueless person
- Book which are loss
- Rebuke ✔
ব্যাখ্যা : Bring the book’ অর্থ তিরস্কার করা/ গালমন্দ করা।
20) সমুদ্রকে নীল দেখানোর কারণ হলো আপতিত সূর্য রশ্মির —
- বিক্ষেপণ ✔
- প্রতিফলন
- প্রতিসরণ
- পোষণ
ব্যাখ্যা : আলোকতরঙ্গ কোণ ক্ষু দ্র কণিকার উপর পড়লে আলোকতরঙ্গ বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে । এটিই
আলোর বিক্ষেপণ । আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণের ফলে সমুদ্রে নীল দেখায় ।
21) টাকায় ৬টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে ২০% লাভ হবে?
- ৭ টা
- ৫ টা ✔
- ৪ টা
- ৩ টা
ব্যাখ্যা : বিক্রয়মূল্য = (১০০+লাভ)/১০০ × ক্রয়মূল্য
= (১০০+২০)/১০০ × ১
= ১২০/১০০ = ১.২ টাকা
১.২ টাকায় বিক্রি হয় ৬ টি
১ টাকায় বিক্রি হয় ৬/১.২ = ৫ টি
22) তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় —
- কঠিন পদার্থ
- তরল পদার্থ
- বায়বীয় পদার্থ ✔
- মিশ্র পদার্থ
23) You said to me, “Would you help me, please” বাক্যের Indirect speech —
- You politely asked me if I would help you. ✔
- You politely asked to me if I would help you.
- You politely asked me that whether I would help you.
- You politely asked me that whether I would help you.
24) একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কতগুণ?
- চারগুণ ✔
- তিনগুণ
- দ্বিগুণ
- পাঁচগুণ
ব্যাখ্যা : মনে করি, সরলরেখাটির দৈর্ঘ্য = x
∴ সরলরেখার উপর অঙ্কিত বর্গ = x
25) কোনটি শুদ্ধ বানান?
- সদ্যজাত
- সদেদআজাত
- সদ্যোজাত ✔
- সদব্যজাত
26) “Your conduct admits —–no excuse.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে –
- at
- for
- from
- of ✔
27) মাঝখানে গোলাকার ছিদ্রবিশিষ্ট একটি প্লেটকে উত্তপ্ত করলে, ছিদ্রটির ব্যাস —
- কমবে ✔
- বাড়বে
- অপরিবর্তি ত থাকবে
- প্রথমে বাড়বে, পরে কমবে
28) কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে?
- ২৫ টাকা
- ৫০ টাকা ✔
- ৭৫ টাকা
- ১০০ টাকা
ব্যাখ্যা :
১০০ টাকার কমিশন ২.৫০ টাকা
১ ” ” ২.৫০/১০০ ”
২০০০ ” ” (২.৫০×২০০০)/১০০ = ৫০ টাকা
29) উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম কখন সংঘটিত হয়?
- ১৮৫৭ সালে ✔
- ১৭৫৭ সালে
- ১৯৪৭ সালে
- ১৮৪৭ সালে
ব্যাখ্যা : উপমহাদেশে প্রথম স্বাধীনতা সংগ্রাম সংঘটিত হয় ১৮৫৭ সালে। এই স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিপ্লব
নামে পরিচিত। মঙ্গল পান্ডে ২৯ মার্চ ১৮৫৭ সালে ব্যারাকপুরের সেনা ছাউনিতে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন ও
শহীদ হন ।
30) কোনটি শুদ্ধ বানান?
- অভ্যন্তরীণ ✔
- অভ্যন্তরিণ
- আভ্যন্তরীণ
- অভ্যন্তরীন
31) বিশ শতকের মেয়ে’ উপন্যাসটি’র রচয়িতা কে?
- ড. নীলিমা ইব্রাহিম ✔
- আনিস চৌধুরী
- আনোয়ার পাশা
- শহীদুল্লা কায়সার
ব্যাখ্যা : ড. নীলিমা ইব্রাহিম রচিত অন্যান্য রচনা – ‘এক পথ দুই বাক (১৯৫৮), কেয়া বন সঞ্চারিণী (১৯৬২)
32) Opinion’ শব্দটির Synonym হচ্ছে–
- Fast
- knowledge
- Misgiving
- Belief ✔
ব্যাখ্যা : Opinion – মত/ধ্যান/ধারণা/মতামত;Fact – যথার্থ,বাস্তব ঘটনা; Knowledge – জ্ঞান ;
Misgiving – সন্দেহ ; Belief – মত/ বিশ্বাস
33) কোনো স্কু লে ৫৩ জন ছাত্রের মধ্যে ৩৬ জন গান পছন্দ করে, ১৮ জন কবিতা পছন্দ করে। ১০ জন
কোনোটিই পছন্দ করে না। কতজন দুটোই পছন্দ করে?
- ১০ জন
- ১১ জন ✔
- ১৩ জন
- ১৪ জন
ব্যাখ্যা : উভয় পছন্দ করে না = ৩৬+১৮+১০ = ৬৪ জন
উভয় পছন্দ করে = ৬৪ -৫৩ = ১১ জন
34) ‘All his pupils like him’ বাক্যটির সঠিক Passive form —-
- He was liked by all his pupils
- He was like by all his pupils
- He is being liked by all his pupils
- He is liked by all his pupils ✔
35) ‘আমাদের একটি গল্প বলুন’ বাক্যে আমাদের শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- কর্মে ষষ্ঠী ✔
- অপাদানে ৫মী
- কর্মে ২য়া
- সম্প্রদানে ষষ্ঠী
36) Refuse’ শব্দটির Noun হচ্ছে–
- Refusement
- Refuse
- Refusing
- Refusal ✔
37) ক ও খ-এর বেতনের অনুপাত ৭ঃ ৫। ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ-এর বেতন কত?
- ১৬০০ টাকা
- ১১০০ টাকা
- ১০০০ টাকা ✔
- ৯০০ টাকা
ব্যাখ্যা : মনে করি, ক ও খ এর বেতন যথাক্রমে ৯ক ও ৫ক
শর্ত মতে ৭x- ৫x = ৪০০
⇒ ২x = ৪০০
⇒ x = ৪০০/২ = ২০০ টাকা
∴ খ এর বেতন = ৫ × ২০০ = ১০০০ টাকা।
38) ‘Does he speak English well?’ বাক্যের passive form হচ্ছে-
- Is English spoke well by him?
- Is English spoken well to him?
- Is English spoken well by him? ✔
- Was English spoke well by him?
39) ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ নয় –
- রশ্মি
- রবি ✔
- প্রভা
- কর
40) নিচের কোনটি দ্বিগু সমাস?
- রুই কাতলা
- আপাদমস্তক
- একরোখা
- সেতার ✔
41) চপল’ এর বিপরীতার্থক শব্দ —-
- স্তব্দ
- ঠান্ড
- গম্ভীর ✔
- রাশভারী
42) বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়?
- ২৬ মার্চ
- ১৬ ডিসেম্বর
- ১৪ ডিসেম্বর ✔
- ২৪ এপ্রিল
43) He is absorbed—–thought’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে —
- to
- in ✔
- at
- for
ব্যাখ্যা : চিন্তায় বা অন্য কিছুতে মগ্ন থাকা অর্থে Absorb এর পর ‘in’ Preposition বসে ‘fle is absorbed in thought’ অর্থ যে চিন্তায় নিমগ্ন। অন্য Preposition গুলো to, at for সঠিক নয় ।
44) নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
- ২/২০
- ৩/৫ ✔
- ৪/১৫
- ৭/২৫
45) a= 15 এবং b = 5 হলে (a-b) /(a-b) = কত?
- 30
- 10 ✔
- 15
- 20
ব্যাখ্যা : (a-b) /(a-b) = (a-b)(a-b)/(a-b)
= a-b = 15-5 = 10
46) Joy’ শব্দটির Adjective হচ্ছে–
- Enjoy
- Jolly
- Joyous ✔
- Joyfull
ব্যাখ্যা : Joy’ শব্দটি একটি noun, noun এর শেষে ‘Ous’ Suffix যুক্ত হয়ে Adjective গঠিত হতে পারে। ‘Joy’ noun টির শেষে ‘Ous’ suffix যুক্ত হয়ে Adjective গঠিত হয় ।
47) (০.০০৩) = কত?
- ০.০০০০০৯ ✔
- ০.০০০০৯
- ০.০০০৯
- ০.০০৯
48) মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাস কোনটি?
- রজনী
- নববিধান
- পদ্মরাগ
- প্রেমের সমাধি ✔
ব্যাখ্যা : মোহাম্মদ নজিবুর রহমান রচিত উপন্যাসঃ আনোয়ারা, পরিণাম,গরীবের মেয়ে।
49) বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি?
- বেগুনি ও হলুদ
- লাল ও নীল
- নীল ও সবুজ
- বেগুনি ও লাল ✔
50) পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর হলে, পিতার বয়স কত?
- ২০ বছর
- ৩০ বছর
- ৪০ বছর
- ৫০ বছর ✔
ব্যাখ্যা : পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি= (৩০×৩) বছর
= ৯০ বছর।
দুই পুত্রের বয়সের সমষ্টি= (২০×২) বছর= ৪০ বছর।
নির্ণেয় পিতার বয়স= (৯০-৪০) বছর= ৫০ বছর।
উত্তর: পিতার বয়স ৫০ বছর।
51) ২ থেকে শুরু করে পর পর ৫ জোড়া সংখ্যার গড় কত হবে?
- ৪
- ৫
- ৬ ✔
- ৭
ব্যাখ্যা : ২ থেকে শুরু করে ৫ টি জোড় সংখ্যা হচ্ছে ২,৪,৬,৮,১০ এদের গড় = (২+৪+৬+৮+১০)/৫ = ৩০/৫ = ৬
52) ১৫০.০০ টাকা দিয়ে একটি জিনিস ক্রয় করে কত টাকা বিক্রয় করলে ৩০% লাভ হবে?
- ১৯৫ টাকা ✔
- ১৮০ টাকা
- ৯০ টাকা
- ৪৫ টাকা
ব্যাখ্যা : বিক্রয়মূল্য = (১০০+লাভ)/১০০ × ক্রয়মূল্য
= (১০০+৩০)/১০০ × ১৫০
= ১৩০/১০০ × ১৫০ = ১৯৫ টাকা
53) রবীন্দ্রনাথ ঠাকু র রচিত নাটক কোনটি?
- রক্ত করবী ✔
- রানা প্রতাসিংহ
- নবযৌবন
- বসন্ত কু মারী
ব্যাখ্যা : রক্তকবরী’ রবীন্দ্রনাথ ঠাকু র রচিত একটি সাংকেতিক নাটক । এ নাটকে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের এবং মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
54) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
- লন্ডন
- মিউনিখ
- মস্কো
- প্যারিস ✔
ব্যাখ্যা : আইফেল টাওয়ার ফ্রাঙ্গের রাজধানী প্যারিসে অবস্থিত। আইফেল টাওয়ারের স্থপতি আলেকজান্ডার গুসটাভ আইফেল । নির্মাণ কাজ শুরু হয় ২৬ জানুয়ারি ১৮৮৭ সালে এবং উদ্বোধন করা হয় ৩১ মার্চ ১৮৮৯ সালে। আইফেল টাওয়ারের উচ্চতা ৩২৪ মিটার বা ১০৬৩ ফু ট
55) বৃত্তস্থ সামন্তরিক একটি —-
- বর্গক্ষেত্র
- ট্রাপিজিয়াম
- রম্বস
- আয়তক্ষেত্র ✔
56) “Come in, my friend, said I” বাক্যটির সঠিক Indirect speech —-
- Addressing him as my friend, he said him to go in
- Addressing him as my friend, I told him to go in ✔
- Addressing him as my friend, I have said him to go in
- Addressing him as my friend, I asked him to go in
57) কোন বাক্যটি শুদ্ধ?
- The horse and carriage are at the door
- Time and tide wait for none ✔
- You are not dovoted to gamling
- You are not dovoted to gamling
58) কোনটি শুদ্ধ বানান?
- অদ্যপি
- অদ্যাপি ✔
- অদ্যপী
- অদ্যাপী
59) সার্কে র সচিবালয় কোথায় অবস্থিত?
- দিল্লি
- কাঠমান্ডু ✔
- ঢাকা
- কলম্বো
60) ৯, ১২, ১৮, ৩০, ৫৪ ——-ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- ১৫২
- ১০৬
- ১০২ ✔
- ৭৬
61) একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। রহিম ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ
উত্তর দিয়েছে?
- ৭৫%
- ৭৫%
- ৯০%
- ৮০% ✔
ব্যাখ্যা :
৭৫ টির মধ্যে শুদ্ধ উত্তর ৬০ টি
১ ” ” ৬০/৭০ ”
১০০ ” ” (৬০×১০০)/৭০ = ৮০ টি
62) The idiom ‘Dead letter’ এর অর্থ —-
- Bad letter
- Old letter
- Law not in force ✔
- Letter written by unknown person
ব্যাখ্যা : Dead letter” বাগধারাটির অর্থ:অপ্রচলিত হকেজো, অকার্যকর। এই বাগধারাটির meaning এর শাব্দিক অর্থ ‘মৃত চিঠি’ এর সাথে কোনো সম্পর্ক নেই।
63) ‘মহাকবি আলাওল’ নাটকটির রচয়িতা কে?
- সিকান্দার আবু জাফর ✔
- শওকত ওসমান
- আনিস চৌধুরী
- সৈয়দ ওয়ালীউল্লাহ
64) শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ কোনটি?
- অনেক আকাশ
- বাংলাদেশ স্বপ্ন দেখে (দ্যাখে) ✔
- স্বর্ণ গর্দভ
- আশার বসতি
ব্যাখ্যা : শামসুর রহমানের কতিপয় কাব্যগ্রন্থঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দী শিবির থেকে।
65) কম্পিউটার হার্ড ওয়্যার বলতে কি বুঝানো হয়-
- কেন্দ্রীয় প্রক্রিয়াকরন অংশ
- শক্ত ধাতব অংশ
- কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম ✔
- স্মৃতি অংশ
ব্যাখ্যা : কম্পিউটার হার্ড ওয়ারের মধ্যে থাকে ৩ টি অংশ। যেমনঃ Input Unit, Central Processing Unit এবং Output Unit.
66) নিচের কোন পর্যটক সোনারগাঁ এসেছিলেন?
- মার্কোপোলো
- ফা-হিয়েন
- হিউয়েন সাং
- ইবনে বতুতা ✔
ব্যাখ্যা : ইবনে বতু তা বিখ্যাত মুসলিম পর্যটক ছিলেন তিনি ১৩০৪ খ্রিস্টাব্দে মরক্কোয় জনুগ্রহণ করেন । তিনি ভারতবর্ষে আসেন ১৩৩৩ খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তু ঘলকের আমলে । ইবনে বতু তা বাংলায় আসেন ১৩৪৫ খ্রিস্টাব্দে ফখরুদ্দিন মুবারক শাহের আমলে । তিনি সোনারগাঁও আসেন ১৩৪৬ সালে ।
67) Hand’ শব্দটির Verb হচ্ছে—
- Handle
- Handly
- Hand ✔
- Enhand
ব্যাখ্যা : Hand শব্দটি’র Verb এবং Noun form একই।
68) দুটি গোলকের আয়তনের অনুপাত ৮ঃ ২৭, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত?
- ৪ঃ৯ ✔
- ২ঃ৩
- ৪ঃ৫
- ৫ঃ৬
69) ঢাকা বিভাগে কয়টি জেলা?
- ১৪ টি
- ১৫ টি
- ১৩ টি ✔
- ১২ টি
ব্যাখ্যা : ১৪ সেম্বের ২০১৫ সালে ঢাকা বিভাগের চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হওয়ায় বর্ত মানে ঢাকা বিভাগে জেলার সংখ্যা ১৩টি।
70) কোনটি শুদ্ধ বানান?
- Examplary
- Exemplery
- Examplery
- Exemplary ✔
ব্যাখ্যা : Exemplary’ এর অর্থ আদর্শস্বরূপ দৃষ্টান্তমূলক।
71) লালবাগের কেল্লা কে স্থাপন করেন?
- টিপু সুলতান
- শাহ সুজা
- শায়েস্তা খান ✔
- ইসলাম খান
ব্যাখ্যা : লালবাগ কেল্লার আদিনাম আওরঙ্গবাদ দুর্গ। সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ ১৬৭৮ সালে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন। নির্মাণ কাজ সমাপ্ত করেন শায়েস্তা খান ১৬৮৪ সালে । দুর্গটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ।
72) নিচের কোনটি বহুব্রীহি সমাস?
- কানাকানি ✔
- চালকু মড়া
- ইহকাল
- হাসিমুখ
73) যে বস্তু আলোর সকল রং প্রতিফলিত করে, তার রং –
- কালো
- সাদা ✔
- লাল
- বেগুনি
74) ‘All his pupils like him’ বাক্যের passive form হচ্ছে-
- He is liked by all his pupils ✔
- He was liked by all his pupils
- He is like by all his pupils
- He is being liked by all his pupils
ব্যাখ্যা : Active Voice কে Passive Voice এ পরিবর্ত ন করতে হলে Active Voice এর Object Passive Voice এ Subject হয়ে বসে এবং Active Voice এর Subject টি Passive Voice এ Object হয়ে বসে এবং তার পূর্বে by বসে । Active Voice এর মূল Verb এর Passive Voice এ Past Participle রূপ হয় এবং Tense ও Passive Voice এর Subject অনুযায়ী Be Verb বসে ।
75) একটি কাজ ১৫ জন লোক ১০ দিনে করতে পারে। কত জন লোক ঐ কাজ ১ দিনে সম্পন্ন করতে পারবে?
- ১০০ জন
- ১৫০ জন ✔
- ২০০ জন
- ২৫০ জন
ব্যাখ্যা : ১০ দিনে করে ১৫ জন
১ দিনে করে (১০×১৫) = ১৫০ জন
76) ক্রীপস মিশন কোন উদ্দেশ্যে এদেশে আগমন করে?
- অর্থনৈতিক
- রাজনৈতিক ✔
- সামাজিক
- সাংস্কৃতিক
ব্যাখ্যা : ২৩ মার্চ ১৯৪২ সালে কেবিনেট মন্ত্রী স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃ ত্বে ব্রিটিশ সরকার কর্তৃ ক ভারতে প্রেরিত একটি মিশন। ক্রিপস মিশন’ রাজনৈতিক উদ্দেশ্যে এ দেশে আগমন করে।
77) মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
- ৯টি
- ১৪ টি
- ১২টি
- ১১টি ✔
ব্যাখ্যা : ১১ জুলাই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী সমগ্র দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন। মোট সেক্টর কমান্ডার ছিলেন ১৯ জন । মুক্তিযুদ্ধে ১০নং সেক্টর ছিল নৌ সেক্টর । এই সেক্টরে কোন নিয়মিত কমান্ডার ছিল না । সাব সেক্টর ছিল ৬৪টি ।
78) ‘চক্ষু ’ এর সমার্থক শব্দ নয়-
- অক্ষি
- লোচন
- নয়ন
- সলিল ✔
79) Coward’ শব্দটির Adjective হচ্ছে—-
- Cferocious
- Coward
- Cowardly ✔
- Cowardeous
ব্যাখ্যা : Adjective’ এর সাথে ‘ly’ suffix যোগ করে ‘adverb’ গঠিত হয়। কিন্তু Noun এর সাথে ‘ly’ যুক্ত হয়ে ‘adjective’ গঠন করা হয়। যেমনঃ Noun → ly → Adjective ; Friend + ly → Frindly
80) কিরণ’ এর সমার্থক নয় –
- রশ্মি
- প্রভা
- কর
- রব ✔

