You are currently viewing ৩য় শ্রেণির বাংলা “নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর”

৩য় শ্রেণির বাংলা “নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর”

  • Post author:
  • Post last modified:August 5, 2025
  • Post category:Blog

নিরাপদে চলাচল অনুশীলনীর প্রশ্ন উত্তর

রচনাটির মূলভাব:
শহরের রাস্তায় নিরাপদে চলাচল সম্পর্কে ধারণা পাওয়া যায় রচনাটি থেকে। শহরের রাস্তাঘাটে নানা স্থানে থাকে নানা রকম সংকেত। মামার সাথে ঢাকার রাস্তায় বেড়াতে বের হয়ে এসব সংকেতের মানে বুঝতে পারে ছবি ও ইজাজ। রাস্তায় পায়ে হেঁটে বা গাড়িতে চলাচলের সময় এগুলো মেনে চলতে হয়। পথচারীরা যাতে নিরাপদে রাস্তা পার হতে পারে এজন্য রয়েছে ফুটওভারব্রিজ, জেব্রাক্রসিং ইত্যাদি। ট্রাফিক আইন মেনে চললে রাস্তায় নিরাপদে চলাচল করা যায়।
 বানানগুলো লক্ষ করি
চিড়িয়াখানা, শুক্রবার, ছোট্ট, ট্রাফিক, সম্পূর্ণ, ফুটওভারব্রিজ, বিপজ্জনক, আড়াআড়ি, নির্দিষ্ট, সিগন্যাল, পথচারী, জেব্রাক্রসিং, তীরচিহ্ন, চৌরাস্তা, বৃদ্ধ।

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
বার্ষিক ব্রিজ বোর্ড সতর্ক সরব নির্দিষ্ট নাগরদোলা
উত্তর :
বার্ষিক  বছর বিষয়ক। প্রতি বছরের শেষে হওয়া।
ব্রিজ  সেতু। পুল।
বোর্ড  ফলক, রাস্তায় চলাচলের নিয়ম লেখা ফলক।
সতর্ক  সাবধান।
সরব  শব্দ করে। আওয়াজ করে।
নির্দিষ্ট  নির্ধারিত।
নাগরদোলা  এক রকমের দোলনা।

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
বার্ষিক ব্রিজ বোর্ডের নির্দিষ্ট নাগরদোলায়
উত্তর :
ক) নিরাপদে পথ চলতে বোর্ডের নিয়ম মানা দরকার।
খ) প্রতিদিন নির্দিষ্ট জায়গা থেকে বাস ছাড়ে।
গ) বৈশাখী মেলায় নাগরদোলায় চড়েছিলাম।
ঘ) গাঁয়ের রেলপথে খালের ওপর একটি রেল ব্রিজ থাকে।
ঙ) আগামী মাসে বার্ষিক পরীক্ষা হবে।

৩. যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।
বার্ষিক (ষ-রেফ) বর্ষ, হর্ষ
পার্ক (ক-রেফ) অর্ক, তর্ক
ব্রিজ (র-ফলা) ব্রত, তীব্র
নির্দিষ্ট নষ্ট, কষ্ট
ঘণ্টাধ্বনি কণ্টক, বণ্টন

৪. প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি।

ক) ছবি ও ইজাজের ছোট মামার নাম কী?
উত্তর : ছবি ও ইজাজের ছোট মামার নাম জামিল।
খ) ট্রাফিক পুলিশ কীভাবে বৃদ্ধকে সাহায্য করলেন?
উত্তর : বৃদ্ধ লোকটি সাদা ছড়ি হাতে ব্যস্ত রাস্তা পার হতে যাচ্ছিলেন। তখন একজন ট্রাফিক পুলিশ লোকটিকে রাস্তার কিনারে পৌঁছে দিলেন। এভাবে ট্রাফিক পুলিশটি বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করলেন।
গ) জেব্রাক্রসিং কেন ব্যবহার করা হয়?
উত্তর : পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পারাপারের জন্য জেব্রাক্রসিং ব্যবহার করা হয়।
ঘ) লেভেলক্রসিং কী?
উত্তর : রেলপথ আর সড়ক যেখানে মিশে যায় সে স্থানের নাম হলো লেভেলক্রসিং। লেভেলক্রসিংয়ে রাস্তার দুই পাশে গেট থাকে। রেলগাড়ি যাওয়ার সময় গেটগুলো বন্ধ করে দেওয়া হয়।

৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।

ক) ট্রাফিক লাইটে লালবাতি দেখা গেলে পথচারীরা
১. সম্পূর্ণ থেমে যাবে ২. একটু পরে চলবে
৩. রাস্তা পার হবে ৪. ডান দিকে যাবে
উত্তর : ক) ৩. রাস্তা পার হবে

খ) পায়ে হেঁটে নিরাপদে রাস্তা পার হওয়া যায়
১. জেব্রাক্রসিং দিয়ে ২. ডানে বাঁয়ে দেখে
৩. ট্রাফিক নিয়ম মেনে ৪. ফুটওভারব্রিজ দিয়ে
উত্তর : খ) ১. জেব্রাক্রসিং দিয়ে

গ) রাস্তার উপর সাদা কালো দাগই
১. লেভেলক্রসিং ২. ফুটওভারব্রিজ
৩. জেব্রাক্রসিং ৪. ফ্লাইওভার
উত্তর : গ) ৩. জেব্রাক্রসিং

ঘ) উড়াল সেতুর ওপর দিয়ে যাওয়ার সময়
১. মজা পেল ২. আনন্দ পেল
৩. দুঃখ পেল ৪. কষ্ট পেল
উত্তর : ঘ) ২. আনন্দ পেল।

৬. ছবি দেখি। কোনটি কী নির্দেশ করে মিলাই।

৭. আরও কিছু সংকেত চিনে নিই।

৮. ছবি দুটি মনোযোগ দিয়ে দেখি। কী লেখা আছে বুঝে পড়ে সবাইকে শোনাই।

উত্তর : এখানে যথাক্রমে একটি স্কুলগেট এবং একটি বিজ্ঞাপন লাগানো বোর্ডের ছবি দেওয়া আছে। ছবিগুলো মনোযোগ দিয়ে দেখে লেখাগুলো সবাইকে পড়ে শোনাও।