পাল্লা দেওয়ার খবর অনুশীলনীর প্রশ্ন উত্তর
রচনাটির মূলভাব:
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কথা বলা হয়েছে রচনাটিতে। বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মকানুন সম্পর্কে জানতে পারল। ছাত্রছাত্রীদের বয়স অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা হলো। কেউ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে তাকে নিজের নাম, বিভাগ, শ্রেণি, খেলার নাম ইত্যাদি লিখে একটি ছক পূরণ করতে হবে।
বানানগুলো লক্ষ করি
বিজ্ঞপ্তি, ক্রীড়া, প্রতিযোগিতা, পঁচিশ, বিস্কুট, অংশগ্রহণ, প্রতিযোগী, পূরণ, অনুসরণ।
১. ঘোষণা পড়ে নিজে নিজে ছকটি পূরণ করি।
নাম : শ্রেণি : যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম : ১. ২. ৩. ৪. | রোল নম্বর : | বিভাগ : |
উত্তর :
নাম : সুজাতা চৌধুরী
শ্রেণি : তৃতীয়
যে খেলা খেলতে ইচ্ছুক তার নাম :
১. বিস্কুট দৌড়
২. ৫০ মিটার দৌড়
৩. অঙ্ক দৌড়
৪. যেমন খুশি তেমন সাজো রোল নম্বর : ০৪ বিভাগ : ক
২. খেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনটি বাক্য লিখি।

উত্তর : নিচে খেলায় অংশগ্রহণ সম্পর্কে তিনটি বাক্য লেখা হলো
(১) খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মানতে হয়।
(২) খেলায় অংশগ্রহণের ছক পূরণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রেণিশিক্ষকের নিকট জমা দিতে হয়।
(৩) যেসব খেলায় অংশগ্রহণ করতে চাই নিয়মিত সেগুলোর অনুশীলন করতে হয়।
৩. ক্রমবাচক শব্দগুলো পড়ি ও লিখি।
প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম
৪. ক্রমবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করে বলি ও লিখি।
প্রথম শিমুল মোরগ লড়াই খেলাতে প্রথম হয়েছে।
দ্বিতীয় …………………………………
তৃতীয় …………………………………
চতুর্থ …………………………………
পঞ্চম …………………………………
ষষ্ঠ …………………………………
সপ্তম …………………………………
অষ্টম …………………………………
উত্তর :
প্রথম শিমুল মোরগ লড়াই খেলাতে প্রথম হয়েছে।
দ্বিতীয় বাদল দলের পক্ষে দ্বিতীয় গোলটি করল।
তৃতীয় তৃতীয় শ্রেণির ছাত্রছাত্রীরা বনভোজনে যাবে।
চতুর্থ রুম্পা দৌড়ে চতুর্থ স্থান অধিকার করেছে।
পঞ্চম আমি ক্লাসে পঞ্চম সারিতে বসি।
ষষ্ঠ সুমন ভাই ষষ্ঠ শ্রেণিতে পড়েন।
সপ্তম শরীফ পরীক্ষায় সপ্তম স্থান অধিকার করেছে।
অষ্টম আবেদ অষ্টম তলায় অবস্থান করছে।
৫. ক্রমবাচক শব্দ লিখে নিচের ছকটি পূরণ করি।
নিচে আমার বন্ধুদের নাম এবং তাদের ফলাফল ধারাবাহিকভাবে সাজিয়ে লিখি :
ফলাফল | বন্ধুদের নাম |
প্রথম | |
উত্তর :
ফলাফল বন্ধুদের নাম
প্রথম মেহেদী
দ্বিতীয় সৈয়দা
তৃতীয় সুজন
চতুর্থ মুন্নি
পঞ্চম মহসিন