বড় কে? অনুশীলনীর প্রশ্ন উত্তর
কবি পরিচিতি
নাম : হরিশ্চন্দ্র মিত্র।
জন্ম : ১৮৩৭ খ্রিস্টাব্দে, ঢাকায়।
মৃত্যু : ১৮৭২ খ্রিস্টাব্দে।
কবিতাটি পড়ে জানতে পারব
প্রকৃত বড় মানুষের পরিচয়
বড় হওয়ার উপায়
ভালো গুণ অর্জনের প্রয়োজনীয়তা
কবিতাটির মূলভাব:
সংসারে বড় হওয়া সহজ নয়। নিজেকে বড় ভাবলেই বড় হওয়া যায় না। মানুষ যাকে বড় বলে সে-ই আসলে বড়। বড় মানুষ হওয়ার জন্য ভালো কাজ করার ইচ্ছা থাকতে হবে।
বানানগুলো লক্ষ করি
সংসার, গুণ, কঠিন, বিনয়ী, বৈশিষ্ট্য
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
কঠিন ব্যাপার
উত্তর :
কঠিন শক্ত।
ব্যাপার বিষয়, কাজ।
২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
ব্যাপার কঠিন
উত্তর :
ক) কখনও কখনও আমাদের কঠিন কাজ করতে হয়।
খ) সে জিজ্ঞেস করল, ব্যাপার কী?
৩. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) বড় কে?
উত্তর : লোকে যাকে বড় হিসেবে সম্মান করে সে-ই সত্যিকারের বড়।
খ) সংসারে কীভাবে বড় হওয়া যায়?
উত্তর : বড় হওয়ার জন্য নিজেকে ছোট বলে ভাবতে হবে। বড় গুণের অধিকারী হতে পারলে সংসারে বড় হওয়া যায়।
গ) কাকে সকলে বড় মনে করে?
উত্তর : যার ভালো গুণ থাকে এবং যে অহংকার না করে বিনয়ী হয়, তাকেই সকলে বড় মনে করে।
৪. বানান ও অর্থের পার্থক্য মনে রাখি।
গুণ – ভালো বৈশিষ্ট্য। ছেলেটির অনেক গুণ আছে।
গুন – নৌকা টানার দড়ি। মাঝি গুন টানছে।
৫. পরের চরণটি বলি।
গুণেতে হইলে বড়,
বড় যদি হতে চাও
উত্তর : গুণেতে হইলে বড়,
বড় বলে সবে,
বড় যদি হতে চাও
ছোট হও তবে।
৬. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।
ক) প্রকৃত বড় কে?
১. যে অনেক ধনসম্পদের মালিক
২. লোকে যারে ছোট বলে
৩. যে ধনসম্পদ চায় না
৪. যার বড় গুণ আছে
উত্তর : ক) ৪. যার বড় গুণ আছে
খ) সত্যিকারের বড় হতে হলে কী গুণ থাকা দরকার?
১. নিজেকে ছোট করে দেখা
২. সব কাজে নিজেকে প্রকাশ করা
৩. অন্যকে তুচ্ছ জ্ঞান করা
৪. শক্তি ও ক্ষমতা প্রকাশ করা
উত্তর : খ) ১. নিজেকে ছোট করে দেখা।
৭. বুঝে নিই।
সংসারেতে – পৃথিবীতে। জীবনে।
বড় যদি হতে চাও – জীবনে সফল হতে হলে।
ছোট হও – বিনয়ী হও। অহংকার করো না।
৮. কবিতাটি লিখি।
উত্তর : পাঠ্য বই থেকে কবিতাটি দেখে বা মুখস্থ করে না দেখে লেখ।
৯. সবাই মিলে কবিতাটি আবৃত্তি করি।
উত্তর : পাঠ্য বই থেকে কবিতাটি মুখস্থ করে শ্রেণিশিক্ষকের সাহায্য নিয়ে সবাই মিলে আবৃত্তি কর।
১০. বাক্য রচনা করি।
উত্তর :
বড় গাছটি অনেক বড়।
ছোট বড় হতে চাইলে প্রথমে ছোট হতে হয়।
কঠিন বড় হওয়া কঠিন ব্যাপার।
ব্যাপার এ ব্যাপারে আমার কিছুই বলার নেই।
গুণ শরীফের অনেক গুণ আছে।
১১. ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।
ক) আপনারে …… বলে বড় সেই নয়।
খ) বড় হওয়া সংসারেতে …… ব্যাপার।
গ) সংসারে সে বড় হয়, বড় …… যার।
উত্তর :
ক) আপনারে বড় বলে বড় সেই নয়।
খ) বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার।
গ) সংসারে সে বড় হয়, বড় গুণ যার।