You are currently viewing তৃতীয় শ্রেণি বাংলা “ভাষা শহিদদের কথা অনুশীলনীর প্রশ্ন উত্তর”

তৃতীয় শ্রেণি বাংলা “ভাষা শহিদদের কথা অনুশীলনীর প্রশ্ন উত্তর”

  • Post author:
  • Post last modified:August 5, 2025
  • Post category:Blog

ভাষা শহিদদের কথা অনুশীলনীর প্রশ্ন উত্তর

রচনাটির মূলভাব:
রচনাটিতে আমাদের মহান ভাষা আন্দোলন এবং এ আন্দোলনে শহিদদের কথা বলা হয়েছে। পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। কিন্তু এদেশের ছাত্র-জনতা তার প্রতিবাদ জানায়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। ১৯৫২ সালের ২১শে ফেব্রæয়ারি পুলিশ ভাষা আন্দোলনের মিছিলে গুলি চালায়। রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে শহিদ হন। ভাষাশহিদদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি বাংলায় কথা বলার অধিকার। আমরা তাঁদের চিরকাল মনে রাখব।

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
থমথমে মিছিল টগবগে বেপরোয়া হাসপাতাল ব্যবসায় অসুস্থ মাতৃভাষা আত্মত্যাগ অমর
উত্তর :
থমথমে  বিপদের ভয়ে নীরব অবস্থা।
মিছিল  শোভাযাত্রা।
টগবগে  গরম হয়ে ওঠা, রাগে উত্তেজিত হয়ে ওঠা।
বেপরোয়া  ভয়হীন। কোনো বাধা-নিষেধ মানে না এমন।
হাসপাতাল  চিকিৎসালয়।
ব্যবসায়  কারবার। বাণিজ্য।
অসুস্থ  সুস্থ নয়। রুগ্ণ। পীড়িত।
মাতৃভাষা  মায়ের মুখ থেকে শিশু যে ভাষা শেখে।
আত্মত্যাগ  নিজের প্রাণ উৎসর্গ করা।
অমর  যার মৃত্যু নেই। চিরদিনের জন্য স্মরণীয়।

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
মিছিলে টগবগে হাসপাতালে
মাতৃভাষা অমর বেপরোয়া
উত্তর :
ক) তরুণদের মধ্যে সব সময় টগবগে ভাব।
খ) একুশে ফেব্রয়ারির মিছিলে খালি পায়ে যেতে হয়।
গ) অসুস্থ মানুষ হাসপাতালে ভর্তি হয়।
ঘ) বাংলা আমাদের মাতৃভাষা ।
ঙ) সবকিছুতে তার বেপরোয়া ভাব।
চ) দেশের জন্য যাঁরা প্রাণ দেন তাঁরা অমর ।

৩. যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।
ফাল্গুন -ল+গ- বল্গা
অসুস্থ  -স+থ-মুখস্থ, দুস্থ
সম্মান -ম+ম- আম্মা
রাষ্ট্রভাষা -ষ+ট+(র-ফলা) উষ্ট্র, লোষ্ট্র

৪. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।
ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন
১. রফিক ২. সালাম
৩. বরকত ৪. জব্বার
উত্তর : ক) ৩. বরকত

খ) রফিকের বাবা কী করতেন?
১. ব্যবসায় ২. কৃষিকাজ
৩. চাকরি ৪. শিক্ষকতা
উত্তর : খ) ১. ব্যবসায়

গ) আবদুস সালামের বাড়ি কোন জেলায়?
১. মানিকগঞ্জ ২. ঢাকা
৩. ময়মনসিংহ ৪. ফেনী
উত্তর : গ) ৪. ফেনী।

৫. ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসাই।
ক) কিছু কিছু গাছে নতুন  গজিয়েছে। মাতৃভাষাকে
খ) পুলিশ  করতে নিষেধ করেছে। পাতা
গ) টগবগে তরুণরা । বেপরোয়া
ঘ) এই ভাষাশহিদেরা  ভালোবাসতেন। মিছিল
উত্তর : ক) কিছু কিছু গাছে নতুন পাতা গজিয়েছে।
খ) পুলিশ মিছিল করতে নিষেধ করেছে।
গ) টগবগে তরুণরা বেপরোয়া।
ঘ) এই ভাষাশহিদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন।

৬. নাম বোঝায় এমন শব্দ লিখি।
উত্তর :
মাসের নাম ফেব্রæয়ারি, ফাল্গুন
ফুলের নাম পলাশ, গাঁদা
জায়গার নাম ঢাকা, ফেনী

৭. বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।
গরিব ধনী সম্ভব অসম্ভব জীবন মরণ নতুন পুরনো
উত্তর :
ক) ধনী হলেও তিনি ভালো মানুষ।
খ) ভাষার দাবিতে ছাত্ররা জীবন দিয়েছিলেন।
গ) লেখাপড়া না করে ভালো ফলাফল করা অসম্ভব ।
ঘ) বসন্তকালে গাছে নতুন পাতা গজায়।

৮. মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক) ছাত্ররা কী দাবি জানিয়েছিল?
উত্তর : ছাত্ররা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিল।
খ) পাকিস্তানিরা কী চেয়েছিল?
উত্তর : পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তারা বাঙালির মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল।
গ) ১৯৫২ সালের ২১শে ফেব্রয়ারি কে কে শহিদ হয়েছিলেন?
উত্তর : ১৯৫২ সালের ২১শে ফেব্রয়ারি রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরও নাম না জানা অনেকে শহিদ হয়েছিলেন।
ঘ) ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের আমরা কী নামে ডাকি?
উত্তর : ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন তাঁদের আমরা ভাষাশহিদ নামে ডাকি।
ঙ) রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন?
উত্তর : রফিকউদ্দিন আহমদ তাঁর বাবাকে ব্যবসায়ে সাহায্য করার জন্য ঢাকায় এসেছিলেন।
চ) আবদুল জব্বারের বাড়ি কোথায়?
উত্তর : আবদুল জব্বারের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে।
ছ) ভাষাশহিদেরা কিসের জন্য জীবন দিয়েছিলেন?
উত্তর : ভাষাশহিদেরা মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে জীবন দিয়েছিলেন। তাঁদের প্রাণের বিনিময়েই আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার অর্জন করেছি।
জ) ফেব্রয়ারি মাসে ফোটে এমন কয়েকটি ফুলের নাম কী কী?
উত্তর : ফেব্রয়ারি মাসে ফোটে এমন কয়েকটি ফুল হলো পলাশ, কৃষ্ণচূড়া, শিমুল, ডালিয়া, গাঁদা ইত্যাদি।
ঝ) ভাষাশহিদেরা কেন অমর?
উত্তর : ভাষাশহিদেরা মাতৃভাষাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য তাঁরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছেন। এই মহান আত্মত্যাগের কারণেই ভাষাশহিদেরা অমর।

৯. নিচের শব্দগুলো দিয়ে মুখে মুখে বাক্য বলি ও লিখি।
উত্তর :
পাতা  বসন্তকালে গাছে গাছে নতুন পাতা গজায়।
ভাষা  আমাদের মাতৃভাষা বাংলা।
ডাক্তার  খুকি ডাক্তার হতে চায়।
গুলি  পুলিশ মিছিলে গুলি চালায়।
ত্যাগ  শহিদদের ত্যাগের তুলনা হয় না।

১০. ছবি দেখি। ছবি নিয়ে ভাবি। বাক্য বলি ও লিখি।

উত্তর : ছবিটি ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের কথা মনে করিয়ে দেয়। উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল পাকিস্তান সরকার। কিন্তু এ দেশের মানুষ তাদের মুখের ভাষার অধিকার হারাতে চায়নি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ২১শে ফেব্রয়ারি মিছিল বের করে ছাত্র-জনতা। সেই মিছিলেরই একটি চিত্র প্রকাশিত হয়েছে উপরে।