You are currently viewing ৩য় শ্রেণি বাংলা “রাজা ও তার তিন কন্যা অনুশীলনীর প্রশ্ন উত্তর”

৩য় শ্রেণি বাংলা “রাজা ও তার তিন কন্যা অনুশীলনীর প্রশ্ন উত্তর”

  • Post author:
  • Post last modified:August 5, 2025
  • Post category:Blog

রাজা ও তার তিন কন্যা অনুশীলনীর প্রশ্ন উত্তর

গল্পটির মূলভাব:
রূপকথার এই গল্পটিতে পিতা ও কন্যার মধ্যে ভালোবাসার কথা বলা হয়েছে। এক রাজা তাঁর তিন কন্যার কাছে জানতে চাইলেন কে তাঁকে কী রকম ভালোবাসে। বড় কন্যা বলল, চিনির মতো। আর মেঝো কন্যা বলল, মিষ্টির মতো ভালোবাসে। ছোট কন্যা বলল, সে রাজাকে নুনের মতো ভালোবাসে। রাজা ভাবলেন ছোট কন্যা বুঝি তাঁকে ভালোবাসে না। তাই তাকে দেওয়া হলো বনবাসের শাস্তি। একসময় নিজের বুদ্ধিমত্তা দিয়ে সে রাজাকে নুনের গুরুত্ব বুঝিয়ে দিল। রাজা বুঝতে পারলেন যে, তাঁর প্রতি ছোট কন্যার ভালোবাসা ছিল সত্যিকারের ভালোবাসা। নিজের ভুল বুঝতে পেরে রাজা ছোট কন্যাকে রাজ্যে ফিরিয়ে আনলেন।

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

জবাব হাসির রেখা অস্থির হুকুম বনবাসে
অরণ্য জনপ্রাণী খেয়াল উজির নাজির
পাইক বরকন্দাজ জিরিয়ে বেজায় বিস্বাদ
উত্তর :
জবাব  উত্তর।
হাসির রেখা  হাসির চি‎হ্ন।
অস্থির  চঞ্চল।
হুকুম  আদেশ।
বনবাসে  বনে বাস করার জন্য পাঠানো। এক ধরনের শাস্তি।
অরণ্য  গাছপালায় ভরা বন জঙ্গল।
জনপ্রাণী  মানুষ ও অন্যান্য প্রাণী।
খেয়াল  ইচ্ছে।
উজির  মন্ত্রী।
নাজির  রাজার কর্মচারী।
পাইক  লাঠিয়াল, পেয়াদা।
বরকন্দাজ  যে সেপাইয়ের সঙ্গে বন্দুক থাকে।
জিরিয়ে  বিশ্রাম করে।
বেজায়  খুব বেশি।
বিস্বাদ  কোনো স্বাদ নেই।

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

হুকুম অস্থির বেজায় জনপ্রাণী
বরকন্দাজরা বিস্বাদ বনবাসে
উত্তর :
ক) বিপদে অস্থির হওয়া ভালো নয়।
খ) বাবা কাজটা করতে হুকুম দিলেন।
গ) এ বছর বেজায় শীত পড়েছে।
ঘ) চাঁদে কোনো জনপ্রাণী নেই।
ঙ) এ খাবার খেতে একেবারে বিস্বাদ।
চ) রাজা মেয়েকে বনবাসে পাঠালেন।
ছ) বরকন্দাজরা জমিদার বাড়ি পাহারা দিত।

৩. যুক্তবর্ণগুলো চিনে নিই। যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি।

কন্যা -ন+(য-ফলা) বন্যা, বন্য
বরকন্দাজ -ন+দ- ছন্দ, খন্দ
প্রাণী -প+(র-ফলা) প্রথম, প্রাণ
ক্ষুধার্ত -ক+ষ- ক্ষমা, ক্ষণ
রান্না -ন+ন- কান্না, পান্না

৪. শূন্যস্থান পূরণ করি।

ক) বকুল বলল, আমি তোমাকে  মতো ভালোবাসি।
খ) রাজা একটু  হাসলেন।
গ) পারুলকে পাঠানো হলো ।
ঘ) পারুল ফিরে আসায় রাজ্যে সবার মুখে  ফুটল।
উত্তর : ক) মিষ্টির; খ) মুচকি; গ) বনবাসে; ঘ) হাসি।

৫. ঠিক উত্তরটি বাছাই করে বলি ও লিখি।

ক) রাজাকে কে কীরকম ভালোবাসে সে প্রশ্নের উত্তরে প্রথম কন্যা কী বলল?
১. আমি তোমাকে নুনের মতো ভালোবাসি
২. আমি তোমাকে মিষ্টির মতো ভালোবাসি
৩. আমি তোমাকে চিনির মতো ভালোবাসি
৪. আমি তোমাকে গুড়ের মতো ভালোবাসি
উত্তর : ক) ৩. আমি তোমাকে চিনির মতো ভালোবাসি

খ) রাজার ছোট মেয়েকে বনের মধ্যে কারা বাড়ি বানিয়ে দিল?
১. রাজার লোকেরা ২. বনের পরিরা
৩. বনের পশুরা ৪. বনের পাখিরা
উত্তর : খ) ২. বনের পরিরা

গ) আমাকে চিনতে পেরেছেন? রাজাকে এ প্রশ্ন কে করল?
১. শিমুল ২. বকুল
৩. পারুল ৪. রানি
উত্তর : গ) ৩. পারুল

ঘ) রাজা খুব খুশি হলেন কেন?
১. সাজানো খাবার দেখে ২. ছোট মেয়েকে দেখে
৩. শিকার করতে এসে ৪. নানা ফলমূল খেয়ে
উত্তর :ঘ) ১. সাজানো খাবার দেখে।

৬. মুখে মুখে উত্তর বলি।

ক) শিমুল বকুল পারুল -এদের পরিচয় কী?
উত্তর : শিমুল বকুল পারুল তিন বোন। তারা রাজার তিন কন্যা।
খ) মেয়েদের কাছে রাজার প্রশ্নটা কী ছিল?
উত্তর : মেয়েদের কাছে রাজা একটি সহজ প্রশ্ন করেছিলেন। প্রশ্নটা ছিলÑ কে তাঁকে কী রকম ভালোবাসে।
গ) শিমুল ও বকুলের উত্তর শুনে রাজার কেমন লাগল?
উত্তর : শিমুল ও বকুলের উত্তর শুনে রাজা খুশি হলেন। বড় কন্যা শিমুলের উত্তর শুনে তিনি মুচকি হাসলেন। মেঝো কন্যা বকুলের উত্তরেও তাঁর মুখে দেখা দিল হাসির রেখা।
ঘ) তোমাকে আমি নুনের মতো ভালোবাসি। এ কথা কে বলেছিল?
উত্তর : তোমাকে আমি নুনের মতো ভালোবাসি Ñএ কথা বলেছিল রাজার ছোট কন্যা পারুল।
ঙ) রাজা ছোট কন্যাকে কী করলেন?
উত্তর : ছোট কন্যা পারুলকে রাজা বনবাসের শাস্তি দিলেন। পারুলকে গভীর জঙ্গলে ফেলে দিয়ে আসার নির্দেশ দিলেন তিনি।
চ) বনে রাজার মেয়েকে কারা ফলমূল এনে দিল?
উত্তর : বনের হরিণ, খরগোশ ও ময়ূর রাজার মেয়ে পারুলের দুঃখে দুঃখী হলো। তারা রাজার মেয়েকে নানা ফলমূল এনে দিল।
ছ) খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন কেন?
উত্তর : রাজাকে যে খাবারগুলো দেওয়া হয়েছিল তার কোনোটাতেই নুন ছিল না। ফলে খাবারগুলো রাজার মুখে অত্যন্ত বিস্বাদ লেগেছিল। যে কারণে খাবার মুখে দিয়ে রাজা বিরক্ত হলেন।
জ) তিনি কীভাবে নিজের ভুল বুঝতে পারলেন?
উত্তর : রাজাকে নুনের মতো ভালোবাসে বলায় ছোট কন্যা পারুলকে বনবাসের শাস্তি দেন রাজা। কিন্তু পরবর্তীতে সে রাজাকে কৌশলে নুনের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেয়। তখন রাজা বুঝতে পারেন যে তাঁর প্রতি পারুলের ভালোবাসা খাঁটি ছিল। এভাবেই রাজা তাঁর ভুল বুঝতে পারলেন।
ঝ) রাজার রাজ্যে আবার সুখ এলো কেন?
উত্তর : পারুল রাজ্যে ফিরে আসায় সবার মুখে হাসি ফুটল। রাজার রাজ্যে আবার সুখ ফিরে এলো।

৭. উত্তরগুলো লিখি।

ক) কার উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল?
উত্তর : ছোট কন্যা পারুলের উত্তর শুনে রাজার মুখ কালো হয়ে গেল।
খ) বনবাস বলতে কী বোঝায়?
উত্তর : লোকালয় ছেড়ে বনে বসবাস করতে পাঠানোকে বলে বনবাস। বনবাস এক ধরনের শাস্তি।
গ) পারুলের সঙ্গে দেখা করতে কারা এলো?
উত্তর : পারুলের সাথে দেখা করতে এলো বনের নানা পশুপাখি। তাদের মধ্যে ছিল হরিণ, খরগোশ ও ময়ূর।
ঘ) পারুল রাজ্যে ফিরে আসায় কারা খুশি হলো?
উত্তর : পারুল রাজ্যে ফিরে আসায় রাজ্যের সবাই খুশি হলো।
ঙ) কী না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল?
উত্তর : নুন না দেওয়ায় খাবার বিস্বাদ হয়েছিল।
চ) পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না কেন?
উত্তর : রাজাকে নুনের গুরুত্ব বুঝিয়ে দিতেই পারুল রান্নার সময় কোনো কিছুতে নুন দিল না।
ছ) রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন কেন?
উত্তর : পারুলের বুদ্ধিমত্তায় রাজা নুনের গুরুত্ব বুঝতে পারলেন। সেই সঙ্গে বুঝলেন যে পারুলকে বনবাসে পাঠিয়ে তিনি ভুল করেছিলেন। আদরের মেয়েকে ফিরে পেয়ে ও নিজের ভুল বুঝতে পেরে রাজা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন।

৮. কথাগুলোর উত্তর জেনে নিই।

ক) উজির শব্দের বদলে আমরা এখন কোন শব্দ ব্যবহার করি? মন্ত্রী

খ) পাইক শব্দের বদলে আমরা এখন কী বলি? সৈন্য

গ) হুকুম শব্দের মতো একই রকম আর কী কী শব্দ আছে? আদেশ, নির্দেশ

৯. গল্পটি মুখে মুখে বলি।

উত্তর : পাঠ্য বই থেকে গল্পটি পড়ে নাও। এবার বই না দেখে নিজের মতো করে গল্পটি বল।

তৃতীয় শ্রেণি আমার বাংলা বই PDF