“হজরত আবু বকর (রা) অনুশীলনীর প্রশ্ন উত্তর”
শব্দ শিখি
প্রান্তর – খোলা জায়গা
তপ্ত – গরম
উত্তপ্ত – অতিশয় তপ্ত
কুদ্ধ – রেগে যাওয়া
মনিব – মালিক
ক্রীতদাস – কেনা গোলাম
মুয়াজ্জিন – যিনি মসজিদে আজান দেন
আহ্বান – ডাক
সহচর – সঙ্গী
হিজরত – এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া
কোষাগার – যেখানে রাষ্ট্রের টাকা রাখা হয়
১। যুক্তবর্ণ ভেঙে লিখি ও শব্দ বানাই।
প্রান্তর = ন্ত = ন+ত = অন্তর
মুক্ত = ক্ত = ক+ত = রক্ত
মক্কা = ক্ক = ক+ক = অক্কা
জ্ঞান = জ্ঞ = জ + ঞ = বিজ্ঞান
২। ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই।
আজান, কাফেররা, তপ্ত, দয়া, রাজকোষের, সহচর
(ক) দুপুরের রোদে বালু _______ হয়ে আছে।
(খ) আবু বকর (রা)-এর মনে _______ হলো।
(গ) বেলাল (রা)-এর সুললিত কণ্ঠে প্রথম _______ ধ্বনিত হলো।
(ঘ) আবু বকর (রা) ছিলেন হজরত মুহাম্মদ (স)-এর ঘনিষ্ঠ _______ ।
(ঙ) এক সময়ে _______ হজরত মুহাম্মদ (স)-কে হত্যার ঘোষণা দেয়।
(চ) আবু বকর (রা) _______ অর্থ ব্যয় করতেন গরিব-দুঃখীদের কল্যাণে।
৩। বাক্য লিখি।
হিজরত, আজান, সহচর, অত্যাচার, অসহায়
৪। বিপরীত শব্দ জেনে নিই।
উত্তপ্ত – ঠান্ডা
শাস্তি – ক্ষমা
মনিব – দাস
কল্যাণ – অকল্যাণ
জন্ম – মৃত্যু
৫। উত্তর বলি ও লিখি।
(ক) তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল?
(খ) হজরত মুহাম্মদ (স) কোথায় হিজরত করেন?
(গ) ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
(ঘ) ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
(ঙ) হজরত আবু বকর (রা) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?
৬। সঠিক উত্তরটি বলি ও লিখি।
তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন-
ক) হজরত মুহাম্মদ (স)
খ) হজরত আবু বকর (রা)
গ) হজরত ওমর (রা)
ঘ) হজরত বেলাল (রা)
ক্রীতদাস অর্থ –
ক) কেনা গোলাম
খ) মনিব
গ) মুয়াজ্জিন
ঘ) খলিফা
৭। মূলপাঠ দেখে বিরামচিহ্ন বসাই।
আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা) তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে হজরত আবু বকর (রা) বললেন কী করেছে এই যুবক কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে