হাটে যাব অনুশীলনীর প্রশ্ন উত্তর
ছড়াটির মূলভাব :
ছোট্ট শিশুটি হাটে যেতে চায়। মাঝিকে সে অনুরোধ করে তাকে নৌকায় করে হাটে নিয়ে যেতে। মাঝি নদী পারাপারের জন্য শিশুটির কাছে টাকা চায়। কিন্তু তার কাছে কোনো টাকা-পয়সা নেই। মাঝি বলে, শিশুর মুখের সোনার টুকরোর মতন মিষ্টি হাসিটি পেলেই সে খুশিমনে তাকে নদী পার করে দেবে। শিশুটি এ কথা শুনে খুব আনন্দিত হয়।
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
নিঘাটা কড়ি নেই কড়া নেই
উত্তর :
নিঘাটা – যেখানে ঘাট নেই। যেখানে নৌকা ভেড়ানোর জায়গা নেই।
কড়ি নেই কড়া নেই – টাকা-পয়সা নেই।
২. ছড়াটি মুখে মুখে বলি।
উত্তর : নিজে নিজে চেষ্টা কর।
৩. আমার জানা আর একটি ছড়া বলি।
উত্তর : মুচকি হাসি
গিয়াস উদ্দিন রূপম
জন্মদিনে আনবো কিনে
খেলনা-ঘুড়ি আলতা নূপুর।
আনবো কিনে পয়সা বিনে
রোদ ঝলোমল স্বচ্ছ দুপুর।
মুক্ত পাখি নীল জোনাকি
জুঁই-চামেলি হাসনাহেনা।
আর তবে কী আনবো ঠিকই
মুচকি হাসি একটু দে না।
৪. ছবি দেখি। ছবিতে কে কী করছে তা মুখে মুখে বলি ও লিখি।

উত্তর : উপরের ছবিতে গ্রামের একটি হাট দেখা যাচ্ছে। হাটটি নদীর পাড়ে অবস্থিত। একটি নৌকা এসে ক‚লে ভিড়েছে। নৌকা থেকে মালপত্র বিক্রির জন্য হাটে তোলা হচ্ছে। মানুষজন কেনাবেচায় ব্যস্ত। ছোট শিশুরাও আপনজনের সাথে হাটে এসেছে। একজন বাউল গাছের নিচে দাঁড়িয়ে একতারা হাতে গান করছেন।